বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজেদের ভুলেই IPL 2025 লিগে স্বপ্ন ভেঙেছে কলকাতা নাইট রাইডার্সের। আগামী রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচ দিয়েই যাত্রা শেষ হবে KKR-র। তবে রহানেদের আশা শেষ হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, এবারের ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে।
আসলে গতবার ট্রফি কাঁধে তুলেছিল শাহরুখের দল, তাই নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের হোমগ্রাউন্ডে হওয়ার কথা IPL ফাইনাল। তবে আবহাওয়ার দোহাই দিয়ে কলকাতা থেকে প্রধান ম্যাচ সরিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, ফাইনালের পাশাপাশি অন্তত একটা প্লে অফের ম্যাচও পায়নি ইডেন! কিন্তু কেন? সূত্রের যা খবর, কলকাতার বঞ্চিত হওয়ার নেপথ্যে হাত রয়েছে এক ভারতীয় প্রভাবশালীর।
ঠিক কোন অজুহাতে কলকাতা থেকে সরল IPL ফাইনাল?
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে আচমকা স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণ। তবে গত 17 মে পরিস্থিতি মেনে শুরু হয়েছে IPL 2025 সিজনের দ্বিতীয় দফা। এহেন আবহে, IPL-র একেবারে শেষ বেলায় বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া ম্যাচ নিয়ে নতুন নিয়ম জারি করে প্রথমে নাইটদের চটিয়ে দিয়েছে বোর্ড! তার ওপর আবার উপরি পাওনা হিসেবে কলকাতা থেকে ঘোষিত ফাইনাল সরে গিয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
আর সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কারণ হিসেবে দেখানো হয়েছে সাম্প্রতিক আবহাওয়া। হ্যাঁ, বোর্ডের তরফে জানানো হয়েছে, বৃষ্টির কারণে ইডেন থেকে সরানো হল IPL ফাইনাল। তাছাড়াও ইডেনে নাকি উন্নত নিকাশি ব্যবস্থার অভাব রয়েছে, আর সেই কারণকে সামনে রেখেই এবার প্লে অফ ও ফাইনাল দুই থেকেই বঞ্চিত হল ভারতীয় ক্রিকেটের নন্দনকানন ইডেন।
অবশ্যই পড়ুন: FIFA-র নিষেধাজ্ঞা নিয়ে মোহনবাগানের জন্য সুখবর
ইডেনের বঞ্চিত হওয়ার নেপথ্যে হাত রয়েছে এক প্রভাবশালীর!
বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, ফাইনাল ও প্লে অফের ম্যাচ থেকে ইডেনের বঞ্চিত হওয়ার পেছনে নাকি হাত রয়েছে এক প্রভাবশালী ভারতীয় ক্রিকেটারের! জানিয়ে রাখি, ইতিমধ্যেই ফাইনালের ভেন্যু ঘোষণা করার পাশাপাশি একটি প্লে অফ ম্যাচে গিয়ে পড়েছে পাঞ্জাবের ভাগে। হ্যাঁ, পাঞ্জাবের মুল্লানপুর স্টেডিয়ামে আয়োজন করা হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি প্লে অফ ম্যাচ। খোঁজ নিয়ে জানা গেল, পাঞ্জাবের মাটিতে এই প্লে অফ ম্যাচ আয়োজনের নেপথ্যে রয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ক্রিকেটার হরভজন সিং।
অনেকেই মনে করছেন, মুল্লানপুরে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নাকি তাঁর! আসলে, পাঞ্জাব ক্রিকেট সংস্থার প্রধান পরামর্শদাতা ভাজ্জি। তাই তাঁর উপদেশেই খুব সম্ভবত একটি প্লে অফ ম্যাচ পেল পাঞ্জাব, এমনটাই দাবি ক্রিকেট মহলের অনেকেরই। এদিকে আবার বোর্ড যুক্তি দিয়েছে, আহমেদাবাদ ও পাঞ্জাবে বৃষ্টি সম্ভাবনা কম, তাই এই দুই অঞ্চলের স্টেডিয়ামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |