KKR-কে দু’বার IPL জেতানো রাসেলের অবসর ঘোষণা, আর খেলবেন না দেশের হয়ে!

Published on:

Andre Russell Retirement News

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা বেড়েছিল তাঁর অবসর নিয়ে। এবং অবশেষে সেটাই সত্যি হল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাত গুটিয়ে নিলেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। বুধবার গভীর রাতে ওয়েস্ট ইন্ডিজ জার্সি আর না পরার সিদ্ধান্ত নিলেন আন্দ্রে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসাযোগ্য তারকা স্পষ্ট জানান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের মাঝামাঝি সময়েই আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে আলভিদা জানাবেন তিনি। প্রিয় তারকার অবসরের সিদ্ধান্তে মন ভেঙেছে লাখ লাখ ভক্তের।

রাসেলের অবসর ঘোষণা

বুধবার যাবতীয় জল্পনাতে সিলমোহর ঠুকে ক্যারিবিয়ান তারকা জানান, ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে খেলাটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা কিছু শব্দে বোঝানো যাবে না। জাতীয় দলের প্রতিনিধিত্ব করাটা আমার জন্য সত্যিই গর্বের বিষয়। কখনও ভাবতে পারিনি আমার পক্ষে এটাও সম্ভব। এরপরই নাইটদের সতীর্থ বলেন, ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়েই আমি ক্রিকেটার তৈরি হয়েছি। এই জার্সিই আমাকে উন্নত ব্যাটারে পরিণত করেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জাতীয় দলের হয়ে খেলতে পারাটা আমার জন্য সত্যিই সৌভাগ্যের। আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে খুবই ভালবাসি। এরপরই রাসেল বলেন, ভবিষ্যতে যেসব নতুন নতুন ক্রিকেটাররা উঠে আসবে আমি তাদের রোল মডেল হয়েই অবসর নিতে চাই। আন্দ্রের এমন বক্তব্যের পরই প্রিয় তারকাকে নিয়ে মনের ওজন বেড়েছে বহু ভক্তের।

 

BREAKING: Andre Russell is set to announce his retirement from international cricket, with the two T20Is against…

Posted by ESPNcricinfo on Wednesday, July 16, 2025

প্রসঙ্গত, আসন্ন 21 জুলাই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। রাসেলের সিদ্ধান্ত অনুযায়ী, এই সিরিজের প্রথম দুই ম্যাচে নিজের ক্ষমতা জাহির করে 23 জুলাই পাকাপাকিভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ক্যারিবিয়ান তারকা। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও খুব সম্ভবত ফ্রাঞ্চাইজি ক্রিকেট অর্থাৎ লিগ ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন কলকাতা নাইট রাইডার্সের এই দুরন্ত ফিনিশার। বলা বাহুল্য, 2014 ও 2024 সিজনে IPL জয়ী KKR দলের অংশ ছিলেন রাসেল।

অবশ্যই পড়ুন: ভারতের ইতিহাসে প্রথম! বাহুবলী, RRR-কে ছাপিয়ে ৪,০০০ কোটি বাজেটে তৈরি হচ্ছে রামায়ণ

উল্লেখ্য, 2019 সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল আন্দ্রে রাসেলের। এরপর 2012 এবং 2016 টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যুদ্ধজয়ের সঙ্গী হয়েছিলেন রাসেল। বলে রাখি, জাতীয় দলের হয়ে মোট 84টি টি-টোয়েন্টি খেলে 1078 রান রয়েছে রাসেলের। পাশাপাশি 20 ওভারের ফরম্যাটে 22 গড়ে, 71টি উইকেট ভেঙেছেন তিনি। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পালা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group