পার্থ সারথি মান্না, কলকাতাঃ ক্রিকেটের ময়দানে অংকৃষ রঘুবংশী নামটা সকলের কাছেই বেশ পরিচিত। শেষ IPL মরসুমেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এর হয়ে খেলার সময় নিজের দুর্দান্ত পারফর্মেন্সের জেরে নজর করেছিলেন অংকৃষ। তবে সেই ম্যাচগুলিতে খুব একটা খেলার সুযোগ পাননি তিনি। তবে এবছর আইপিএল এর নিলাম শেষে দেখা যায় ফের তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত পার্ফমেন্স অংকৃষের
অংকৃষকে দলে নেওয়াটা যে একেবারেই সঠিক সিদ্ধান্ত ছিল সেটা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে সে। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলা ম্যাচে একপ্রকার ঝড়ের বেগে হাফ সেঞ্চুরি করেছেন রঘুবংশী। ফলস্বরূপ মাত্র ৫.৩ ওভারেই শেষ হয় ৫০ ওভারের খেলা আর জয়ের মুকুট ওঠে মুম্বাইয়ের মাথায়।
বিজয় হাজারে ট্রফিতে বিধ্বংসী পারফর্মেন্স
আজ বৃহস্পতিবার আহমেদাবাদের গুজরাট কলেজের মাঠে মুখোমুখি হয় মুম্বাই ও অরুণাচলপ্রদেশ। সেখানে ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয় মুম্বাই টিমের তরফ থেকে। ৩২.২ ওভারের মাথায় ৭৩ রানেই অল আউট হয়ে যায় টিম অরুণাচল প্রদেশ। দলের হয়ে সবচেয়ে বেশি রান তোলেন ইয়াবা নিয়া। ১০ বলের ইনিংসে চারটি ৪ রান নিয়ে মোট ১৭ রান করেন তিনি। এছাড়া ১৩ রান করেন ওপেনার তেচি দরিয়া। তবে দলের বাকি কেউই ১০ রানের গন্ডি পেরোতে পারেনি।
এদিন শ্রেয়সের বদলে টিমকে নেতৃত্ব দেন শার্দুল ঠাকুর। ৩ ওভারেই ২টি উইকেট নিতে সক্ষম হন শার্দুল। এরপর ৬ ওভারে ২ টি উইকেট নেন হর্ষ তান্না। এদিকে ৬ ওভারে ২টি উইকেট পান হিমাংশু সিং ও ৫ ওভারে ২ টি উইকেট নেন অথর্ব আঙ্কোলেকর। আর রয়স্টোন ডায়াস ও সূর্যাংশ শেজ পেয়েছেন ১টি করে উইকেট।
হাফ সেঞ্চুরি অংকৃষ রঘুবংশীর
এরপর আসে মুম্বাই টিমের ব্যাটিংয়ের পালা। শুরু থেকেই একেবারে ফায়ার মোডে ছিলেন অংকৃষ। ৯টি চার ও ১টি ছয় রান সহ মাত্র ৫.৩ ওভারেই ৭৭ রান হয়ে যায়। ফলে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় মুম্বাই। এদিন অংকৃষের ১৮ বলে হাফ সেঞ্চুরি ছাড়াও, আয়ুষ মাত্রে ১৫ রান তোলেন ১১ বলে। সব মিলিয়ে খেলার মাঠে নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন অংকৃষ।