IPL-র আগেই আচমকাই অবসরের ঘোষণা KKR বোলারের

Published on:

ankit rajpoot

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আইপিএলের চেনা মুখ তিনি, খেলেছেন একাধিক টিমের হয়ে। চ্যাম্পিয়ানও হয়েছে তাঁর দল। ভারতীয় টিমের হয়ে খেলতে না পারলেও প্রশংসিত হয়েছেন দুর্দান্ত পারফর্মেন্সের কারণে। তবে এবার মাত্ৰ ৩১ বছর বয়সেই বড় সিদ্ধান্ত নিলেন এই পেসার। হ্যাঁ কেকেআর এর পেসার অঙ্কিত রাজপূত। কিন্তু এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৩১ বছরেই অবসরের সিদ্ধান্ত কেকেআর পেসারের!

২০০৯ সাল থেকেই ক্রিকেটের কেরিয়ার শুরু অঙ্কিতের। ২০১২-১৩ সালে উত্তরপ্রদেশের হয়ে ২৪৮টি উইকেটও নিয়েছিলেন। এরপর এক এক করে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের মত আইপিএল চাম্পিয়ানদের দলে খেলেছেন। মোট ২৯ ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন অঙ্কিত। তবে ২০২০ সালের পর IPL এ আর দেখা যায়নি তাকে।

অবসর ঘোষণা অঙ্কিত রাজপুতের

সম্প্রতি আইপিএল এর নিলামেও কোনো দল তাকে কেনেনি। এরই মাঝে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে অবসর গ্রহণের কথা জানালেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে অঙ্কিত লেখেন, ‘আজকে অত্যন্ত আনন্দের অথেই ভারতীয় ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা করছি। ২০০৯ থেকে ২০২৪  পর্যন্ত এই যাত্রা খুবই সুন্দর ছিল। BCCI, উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপারকিং, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ও লাখনৌ সুপার জায়েন্টের কাছে আমি কৃতজ্ঞ আমায় সুযোগ দেওয়ার জন্য’।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এখানেই শেষ নয়, তিনি আরও জানান, তিনি নতুন অভিজ্ঞতার জন্য সন্ধান চালাবেন। অঙ্কিত বিশ্ব ক্রিকেট ও ব্যবসায়িক দিকে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান যেখানে তাঁর প্রিয় খেলায় নতুন ও ভিন্ন পরিবেশে যুক্ত থাকে আজাবে। এটাকে নিজের জীবনের দ্বিতীয় অধ্যায় হিসাবেই দেখতে চাইছেন তিনি। শেষে আবারও যে  সমস্ত প্লেয়ারদের সাথে খেলেছেন তাদের উদ্দেশ্যে শুভ কামনা জানিয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group