যাহ! অবসর নিয়ে নিলেন রোহিত শর্মার বিকল্প! ভারত হারাল আরও এক বড় তারকাকে

Published on:

Another great Indian cricketer Retirement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিত শর্মা, বিরাট কোহলির পর এবার আরও এক বড় ক্রিকেটারকে (Indian Cricketer Retirement) হারাল ভারত। হ্যাঁ, অবসর নিয়ে নিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এ যেন অবসরের মরসুম! প্রথমে, ভারতীয় মহাতারকা রোহিতের পর একই পথ ধরে হেঁটে এসেছিলেন কোহলিও, যা ইংল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে যথেষ্ট ধাক্কা দিয়েছিল! এবার সেই রেশ কাটতে না কাটতেই আরও এক ভরসাযোগ্য ক্রিকেটারকে হারাল স্বদেশ।

অবসর নিলেন রোহিতের বিকল্প

বিরাট, রোহিতের পথে হেঁটে এবার অবসর ঘোষণা করলেন 35 বছর বয়সী তুখড় ক্রিকেটার তথা গুজরাতের হয়ে শয়ে শয়ে রান করা প্লেয়ার প্রিয়াঙ্ক পাঞ্চাল। নিজের ক্রিকেট দক্ষতা দিয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া এই প্লেয়ারই 2021-22 সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন রোহিত শর্মার বিকল্প হিসেবে। তবে দুঃখের বিষয়, ভারতীয় টেস্ট দলে ডাক পেলেও প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। ফলত, আন্তর্জাতিক ক্রিকেটে দাগ কাটা হয়নি প্রিয়াঙ্কের।

তবে হ্যাঁ, ভারতের এ দলের অধিনায়কত্ব করেছেন তিনি। মূলত নিজের ক্রিকেটীয় দক্ষতা দেখিয়ে ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলেছিলেন প্রিয়াঙ্ক। গুজরাতের হয়ে অসংখ্য রান রয়েছে ঘরের ছেলের। বলে রাখি, ঘরোয়া ক্রিকেটে তাঁর দক্ষতার কারণে অনেকেই তাঁকে ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বলে মনে করেন। এবার সেই কিংবদন্তি খেলোয়াড়ই নিজের সীমিত ক্রিকেট কেরিয়ারে দাড়ি টানলেন।

IPL খেলেননি পাঞ্চাল

মূলত ঘরোয়া ক্রিকেট থেকেই দেশের জার্সি গায়ে তোলার সৌভাগ্য হয়েছিল প্রিয়াঙ্কের। তবে দুঃখের বিষয়, ভারতীয় শিবিরের ডাক পেয়েও কোনও দিনই প্রথম একাদশে জায়গা পাননি প্রিয়াঙ্কা। সেই সূত্রেই বলে রাখি, ঘরোয়া ক্রিকেট মাতালেও কোনও দিনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেললেনি প্রিয়াঙ্ক পাঞ্চাল। আর সেই যাত্রায় পা না গলিয়েই মাত্র 35 বছর বয়সকে সঙ্গী করে অবসর নিলেন জাতীয় শিবিরে জায়গা পেয়েও উপেক্ষিত খেলোয়াড়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, অবসরের কথা জানিয়েছেন তিনি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: আইয়ার থেকে রাসেল! আগামী মরসুমেই ৬ নামীদামী তারকাকে বাদ দিচ্ছে KKR

প্রিয়াঙ্কের ঘরোয়া ক্রিকেট

অবসর ঘোষণার আগে পর্যন্ত মোট 127টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন প্রিয়াঙ্ক, যেখানে তাঁর রান রয়েছে 8756। সেই সাথেই প্রিয়াঙ্কের ঝুলিতে রয়ে গিয়েছে, 34টি হাফ সেঞ্চুরি ও 29টি দুরন্ত সেঞ্চুরি। এছাড়াও, লিস্ট এ ক্রিকেটে 3627 রান রয়েছে তাঁর। পাশাপাশি 59টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলে 1522 রান করেছেন তিনি। কাজেই বলা যায়, ক্রিকেটের সমস্ত সংস্করণ মিলিয়ে 14 হাজারের থেকেও বেশি রান করেছেন অবসরের সিদ্ধান্ত নেওয়া প্রিয়াঙ্ক পাঞ্চাল। তবে শুধু রানই নয়, বল হাতে তুলেছেন 24টি গুরুত্বপূর্ণ উইকেটও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥