বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে জোড়া ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট। মাত্র কয়েকদিনের ব্যবধানে নিজেদের টেস্ট অধ্যায়ে ইতি টেনেছেন ভারতীয় মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি (Indian Cricketer)। এমতাবস্থায়, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরের আগে চাপে পড়েছে বোর্ড। জল্পনা বাড়লেও রোহিতের বিকল্প অধিনায়ক নিয়ে চলছে জোড় আলোচনা। যদিও অনেকেই বলছেন, শুভমন গিল ইংলিশদের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত।
ওদিকে সহ অধিনায়কের ভূমিকায় জসপ্রীত বুমরাহর বদলে দেখা যেতে পারে ঋষভ পন্থকে, ভারতীয় ক্রিকেট মহলে যখন এমন জল্পনা তুঙ্গে, ঠিক সেই আবহে আরও এক ভারতীয় মহাতারকার অবসর নিয়ে সংশয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। অনেকেই মনে করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা না হলে শীঘ্রই অবসর ঘোষণা করতে পারেন তিনি।
বড় তারকার অবসর শুধুই সময়ের অপেক্ষা
রোহিত-বিরাটের অনুপস্থিতে ইংলিশদের ঘরের মাঠে ভারতীয় দল যে চাপে পড়বে সে কথা বুঝে গিয়েছেন বহু সুবুদ্ধি সম্পন্ন ক্রিকেটপ্রেমী। সেই আশঙ্কাকে দূরে সরিয়ে রাখছে না ভারতীয় ক্রিকেট বোর্ডও। এহেন আবহে ইংলিশদের বিরুদ্ধে দল ঘোষণার আগে ভারতের আরেক বড় তারকা তথা টিম ইন্ডিয়ার পেস বিভাগের অন্যতম স্তম্ভ মহম্মদ শামিকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সম্প্রতি গোড়ালির চোট কাটিয়ে উঠে চ্যাম্পিয়নস ট্রফিতে আসর জমিয়েছিলেন শামি। তবে চেষ্টা করেও পুরনো ছন্দে দাগ কাটতে পারেনি তিনি। তাছাড়াও চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামলেও পুরনো শামিকে দেখতে পাচ্ছেন না দর্শকরা। বিশেষজ্ঞদের মতে, রান আপের সমস্যা হচ্ছে তাঁর। বল উইকেট পর্যন্ত পৌঁছছেনা। আর সেই কারণকে সামনে রেখেই ভারতীয় পেসারকে নিয়ে তৈরি হয়েছে সংশয়।
অবশ্যই পড়ুন: পাকিস্তানের সাথে কোনও সম্পর্ক নয়! এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করছে ভারত
সম্প্রতি বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছিলেন, শামি একেবারেই তাঁদের প্রথম পছন্দ নয়। খেলোয়াড়ের সাম্প্রতিক ফর্ম যা তাতে নাকি ইংল্যান্ড সফর তাঁর যোগদানের কোনও সম্ভাবনাই নেই। আর এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই শামিকে নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, শামির চেহারা ছবি যা তাতে ইংল্যান্ড সফরে গিয়ে বিপদে পড়বেন তিনি!
ফলত, শেষ পর্যন্ত যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা না হয় সেক্ষেত্রে রোহিত, বিরাটের পথ ধরেই টেস্ট থেকে অবসর নিতে পারেন ভারতীয় মহাতারকা। যদিও শামি ইংলিশদের বিরুদ্ধে সুযোগ পাবেন কিনা সে বিষয়ে বোর্ডের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। আর সেজন্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।