বাইরে থেকে স্পেশ্যাল টনিক, মোহনবাগানের প্রাক্তন কোচের পরামর্শে ঘুরে দাঁড়াতে পারে ইস্টবেঙ্গল

Published on:

antonio lópez east bengal fc

কলকাতাঃ আগের মরসুমে ছিলেন মোহনবাগানের কোচ। এবার তিনি ইন্টার কাশীর দায়িত্বে। কথা হচ্ছে আন্তোনিও লোপেজ হাবাসকে (Antonio López) নিয়ে। বর্তমানে তিনি আই লিগে বারাণসীর দলের হেড কোচ। তবে নজর রাখছেন বাংলার ফুটবলের পরিস্থিতির উপরেও। আর ইস্টবেঙ্গলের যা অবস্থা, তাই নিয়ে মন্তব্য করে বড় পরামর্শও দিলেন হাবাস। মোহনবাগানের প্রাক্তন কোচের মতে, ডার্বিকে অত্যাধিক গুরুত্ব দিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল। আর সেটা বন্ধ করতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

করুণ অবস্থা ইস্টবেঙ্গলের

ইন্ডিয়ান সুপার লিগে করুণ অবস্থা ইস্টবেঙ্গলের। পরপর হেরেছে আটটি ম্যাচ। এমনকি ডার্বিতেও ২-০ গোলে পরাজিত হয়েছে মোহনবাগানের বিরুদ্ধে। লাল হলুদের কোচ কার্লেস কুয়াদ্রাত চলে গিয়ে অস্কার ব্রুজো এলেও মশালবাহিনীর হাল শোধরায়নি। শুধু ISL-ই নয়, AFC চ্যাম্পিয়নস লিগেও পারোর বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করেছে লাল হলুদ। আর এবার ইস্টবেঙ্গলকে বড় পরামর্শ দিলেন ময়দানের অভিজ্ঞ কোচ আন্তোনিও লোপেজ হাবাস।

ইস্টবেঙ্গলকে পরামর্শ হাবাসের

হাবাস স্পষ্ট বলেছেন যে, ‘ইস্টবেঙ্গলের কাছে ডার্বিই সব। কিন্তু ওদের এটা মাথা থেকে ঝাড়তে হবে। আমি ডার্বির গুরুত্ব ভালভাবেই জানি। তাও বলব, এই ম্যাচ জিতলে ৩ পয়েন্টই মিলবে, বেশি না। মোহনবাগান ছাড়াও বাকিদের বিরুদ্ধে জিতলেও তিন পয়েন্টই পাওয়া যায়। তাই মোহনবাগানের মতো বাকিদের গুরুত্ব দিতে হবে।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ইস্টবেঙ্গলের ভরাডুবির অন্যতম কারণ

ইস্টবেঙ্গলের ভরাডুবির অন্যতম কারণ হিসেবে অনেকেই বলেছেন যে মাঠে নেতৃত্ব দেওয়ার লোক নেই। সে কথা নিয়ে হাবাসের মন্তব্য, ‘কাউকে নেতা তৈরি করা যায় না। দলের মধ্যে থেকেই একজন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে উঠে আসেন। ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেওয়ার মতো সিলভা বা ক্লেটন … কেউই নিজের ছন্দে নেই! আর এটা তাঁদের ব্যর্থতার অন্যতম কারণ।’  হাবাসের এই মন্তব্য বর্তমান সময়ে ইস্টবেঙ্গলের জন্য অনেক দামি বলেই মনে করছেন ফুটবলের বিশেষজ্ঞরা। তাই হাবাসের এই পরামর্শ মানলে আগামী দিনে হয়ত ইস্টবেঙ্গল ফের ট্র্যাকে ফিরতে পারবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group