৪-১ গোলে ব্রাজিলকে উড়িয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিল আর্জেন্টিনা

Published on:

Argentina qualifies for 2026 World Cup after beating Brazil 4-1

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্রাজিলকে কার্যত তাড়া করে হারাল চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা (Argentina)। 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোরে 4-1 ব্যবধানে হলুদ ব্রিগেডকে নাস্তানাবুদ করে ছাড়ে আর্জেন্টিনা। যার জেরে আসন্ন বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি ব্রাজিলের মর্যাদায় আঁচড় কাটল লিওনেল মেসির দেশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রথমার্ধ থেকেই দাপুটে ফুটবল খেলে আর্জেন্টিনা

বুধবারের ম্যাচে একেবারে শুরু থেকে মাঝমাঠ দখলের লড়াইয়ে এগিয়েছিল আর্জেন্টিনীয়রা। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য ব্রাজিলের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট দরকার ছিল তাদের। কিন্তু চাহিদার থেকেও অতিরিক্ত 2 পয়েন্ট পেয়ে গেল মেসিহীন আর্জেন্টিনা। ম্যাচের 4 মিনিটের মাথায় এদিন আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন জুলিয়ান আলভারেজ।

আলভারেজের গোলে আত্মবিশ্বাস চাগার দিয়ে ওঠে বাকিদের। এরপর দ্বিতীয় গোলটি আসে একেবারে 12 মিনিটের মাথায়। মাঝ মাঠের চিরশত্রু ব্রাজিলের জালে বল জড়ান ফার্নান্দেজ। বলা চলে, এদিন যাবতীয় পরিকল্পনা সেরে এসেছিল আর্জেন্টিনা। আলভারেজদের ম্যাচ দেখে মনে হচ্ছিল, তাঁরা ব্রাজিলকে এক চুল জায়গাও ছাড়বে না। তবে ব্রাজিল অবশ্য 26 মিনিটের মাথায় একটি গোল পরিশোধ করে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দলের হয়ে গোল করেন কুনহা। কিন্তু এরপর আর বল পায়ে জালে বল জড়ানো হয়নি ব্রাজিলিয়ানদের। দাপট দেখিয়েছে শুধুই আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে 37 মিনিটের মাথায় তৃতীয় গোল করে বড় চমক দেন ম্যাক অ্যালিস্টার। চেনা প্রতিদ্বন্দ্বির কাছে যে এমন করুণ অবস্থা হবে সে কথা হয়তো দুঃস্বপ্নেও কল্পনা করেননি ব্রাজিলিয়ানরা।

ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ ব্রাজিল

বিরতির পর সুদ না হোক, অন্তত আসলটা আর্জেন্টিনাকে ফিরিয়ে দিতে আমরণ চেষ্টা করেছিল ব্রাজিল। গোল করার লক্ষ্য নিয়ে সুযোগ তৈরি করেছিল তাঁরা। তবে শেষ পর্যন্ত সুযোগ নষ্টের রোগ ডোবালো ব্রাজিলকে। রুদ্ধশ্বাস চেষ্টার পরও সাফল্যের মুখ দেখতে পাচ্ছিল না ব্রাজিল। এমন আবহে, ব্রাজিলের ঘাড়ে ছুরি বসিয়ে ফের 71 মিনিটের মাথায় চতুর্থ গোলটি করে বসেন আর্জেন্টিনার সিমিওনে।

অবশ্যই পড়ুন: দিল্লির ম্যাচে ব্যর্থতার জের, মালিক গোয়েঙ্কার জেরার মুখে ঋষভ পন্থ?

সব মিলিয়ে, শেষ পর্যন্ত, রাফিনিয়ার কথাই ফলে গেল। তবে তা একেবারে উল্টোভাবে। হ্যাঁ, ব্রাজিলিয়ান তারকা হুঙ্কার ছেড়েছিলেন, বিশ্বকাপ বাছাইয়ে ওদের (আর্জেন্টিনা) গুঁড়িয়ে দেব। ম্যাচ শেষেও তেমনটাই হলো, তবে ব্রাজিল নয়, নেইমারহীন দলকে গুঁড়িয়ে দিল আর্জেন্টিনা। যার জেরে ব্রাজিলের বিশ্বকাপে যোগ্যতা অর্জন ঝুলেই রইল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group