বুমরাহ, ভুবনেশ্বর কুমার ফেল! সাউথ আফ্রিকায় মহারেকর্ড আর্শদীপের, সামনে শুধু একজন

Published:

arshdeep singh vs south africa
Follow

কলকাতাঃ এই মুহূর্তে ভারতীয় দল সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের T20 সিরিজ খেলতে ব্যস্ত। ইতিমধ্যে তিনটি ম্যাচ হয়েও গিয়েছে। যার মধ্যে টিম ইন্ডিয়া ২টি ও সাউথ আফ্রিকা একটি ম্যাচে জয়লাভ করেছে। শেষ ম্যাচে ভারত জিতলেই সিরিজ সূর্যকুমার যাদবদের নামে। সাউথ আফ্রিকা জিতলে ড্র। এই সিরিজে ভারতের অনেক তরুণ প্লেয়ারই নিজের ক্ষমতা দেখিয়েছে। তবে আজ কথা হবে আর্শদীপ সিংকে (Arshdeep Singh) নিয়ে। টিম ইন্ডিয়ার এই তরুণ পেসার জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকেও পিছনে ফেলেছেন।

জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে পিছনে ফেললেন আর্শদীপ সিং

গতকালের ম্যাচে ভারত ২১৯ রানের পাহাড় খাড়া করলেও, সাউথ আফ্রিকা প্রায় জয়ের দোরগোড়ায় এসে পৌঁছেছিল। সেই সময় নিজের দায়িত্ব পালন করেন আর্শদীপ সিং। তিনি টিম ইন্ডিয়ার ডুবন্ত নৌকা উদ্ধার করে ম্যাচ বাঁচান। আর্শদীপ সিং হেনরিক ক্লাসেন, রায়ান রিকেলটন ও শেষ ওভারে মার্কো জ্যানসেনকে আউট করে প্যাভিলিয়নে পাঠান। এর ফলে ১১ রানে জয় পায় টিম ইন্ডিয়া। গতকালের ম্যাচে আর্শদীপ তিন উইকেট নিয়েছিলেন। আর এই ৩ উইকেট নেওয়ার সাথে সাথেই তিনি জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে পিছনে ফেলে দেন।

T20 ক্রিকেটে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নেওয়া ফাস্ট বোলার

সাউথ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে আর্শদীপ T20 ক্রিকেটে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নেওয়া ফাস্ট বোলার হয়ে উঠেছেন। বর্তমানে ভারত তথা বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহকেও পিছনে ফেলেছেন তিনি। রেকর্ড অনুযায়ী, আর্শদীপ সিং টি২০ ক্রিকেটে এখনও অবধি ৯২ টি উইকেট পেয়েছেন। একই ফরম্যাটে ভুবনেশ্বর কুমার ৯০ ও বুমরাহ ৮৯ টি উইকেট পেয়েছেন।

তবে বুমরাহ আর ভুবনেশ্বর কুমারকে পিছনে ফেললেও, এখনও অবধি যুজবেন্দ্র চাহালের পিছনে রয়েছেন আর্শদীপ। টিম ইন্ডিয়ার স্পিনার চাহাল এখনও অবধি টি২০ ক্রিকেটে ৯৬ টি উইকেট পেয়েছেন। শেষ ম্যাচে আর্শদীপ যদি আর ৪ উইকেট পেয়ে যান, তাহলে তিনি চাহালকেও ছাপিয়ে যাবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join