ICC-র বর্ষসেরা টি২০ প্লেয়ারের তালিকায় মনোনীত অর্শদীপ, বাবর আজম! বাদ জসপ্রীত বুমরাহ

Published on:

arshdeep singh

কৌশিক দত্ত, কলকাতাঃ টিম ইন্ডিয়ার তরুণ পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh) এ বছর ICC-র পুরুষ টি২০ আন্তর্জাতিক প্লেয়ারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। রবিবার ICC-র তরফে ২০২৪-র মনোনীত সর্বশ্রেষ্ঠ প্লেয়ারদের নামের তালিকা প্রকাশ করেছে। সেখানে টিম ইন্ডিয়ার এই পেসারের নামও রয়েছে। বলে দিই, ২০২৪ সালে অর্শদীপ সিং যৌথ রূপে টি২০ ক্রিকেটে সবথেকে বেশি উইকেট শিকারি বোলার হয়েছেন। অর্শদীপ সিং ৮ ম্যাচে ১২.৬৪ এর গ্রে ৭.১৬ এর ইকোনমিক রেটে ১৭ উইকেট নিয়েছেন।

দারুণ পারফর্ম করেছেন অর্শদীপ সিং

WhatsApp Community Join Now

টেস্ট খেলিয়ে দেশের মধ্যে অর্শদীপ সিং এবছর সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে উঠেছেন। অর্শদীপ ১৮ ম্যাচে ৭.৪৯ এর ইকোনমিক রেটে ৩৬ উইকেট নিয়েছেন। তবে সবথেকে অবাক করা বর্তমানে গোটা বিশ্বের ব্যাটারদের ত্রাস হয়ে ওঠা ভারতীয় বোলার জসপ্রীত বুমরাহ এবার এই লিস্টে নেই। বুমরাহ ২০২৪ এর টি২০ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্টও ছিলেন। বুমরাহ টি২০ বিশ্বকাপে ১৫ টি উইকেট নিয়েছিলেন।

এই তালিকায় রয়েছে বাবর আজমের নাম

আইসিসির এই লিস্টে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমের নামও রয়েছে। টেস্ট খেলিয়ে দেশের মধ্যে বাবর টি২০-তে এ বছর সবথেকে বেশি রান করা প্লেয়ার হিসেবে উঠে এসেছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এ বছর ২৩ ইনিংসে ৩৩.৫৪ এর গড়ে ১৩৩.২১ এর স্ট্রাইক রেটে ৭৩৮ রান করেছেন। এর মধ্যে তিনি ৬টি অর্ধশতরানও করেছেন তিনি।

তালিকায় টিম ইন্ডিয়ার মাথাব্যথা ট্র্যাভিস হেড

এছাড়াও অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার তথা টিম ইন্ডিয়ার সবথেকে বড় মাথা ব্যথা ট্র্যাভিস হেডও এই তালিকায় রয়েছেন। হেড ২০২৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করেছেন। হেড ১৫ ইনিংসে ৩৮.৫০ এর গড়ে ১৭৮.৪৭ এর স্ট্রাইক রেটে ৫৩৯ রান করেছেন। ১৫ ইনিংসে ট্র্যাভিস হেড ৪টি অর্ধশত রানও করেছেন।

আপনিও দিতে পারবেন ভোট

এছাড়াও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকন্দর রাজাও এই তালিকায় রয়েছেন। জিম্বাবুয়ের এই প্লেয়ার এই বছর টি২০-তে সবথেকে দ্রুত সেঞ্চুরি করা দ্বিতীয় খেলোয়াড়। রাজা ২৩ ইনিংসে ২৮.৬৫ এর গড়ে ১৪৬.৫৪ এর স্ট্রাইক রেটে ৫৭৩ রান করেছেন এর মধ্যে দুটি অর্ধশত রান ও একটি শতরান রয়েছে। শুধু তাই নয়, রাজা এ বছর ২৩ ম্যাচে ২৪ উইকেটও নিয়েছেন। এর মধ্যে এক ম্যাচে ১৮ রানে ৫ উইকেট রয়েছে। বলে দিই, এই পুরস্কার বিতরণের জন্য আইসিসির ওয়েবসাইটে ভোটিং শুরু হয়েছে। আপনিও নিজের পছন্দের প্লেয়ারকে ভোট দিতে পারেন।

সঙ্গে থাকুন ➥
X