বিক্রম ব্যানার্জী, কলকাতা: দল গোছানোর আবহে হঠাৎ খারাপ খবর মোহনবাগান শিবিরে (Mohun Bagan SG)! শোনা যাচ্ছে, অজানা কারণে মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়তে পারেন ভারতীয় দলের তারকা ফুটবলার। সূত্রের খবর, গত মরসুমের দীর্ঘ সময় চোট নিয়ে কাটিয়েছিলেন তিনি।
মূলত সেই সব কারণকে সামনে রেখেই, নাকি জাতীয় দলের ওই ফুটবলারের ওপর ক্ষিপ্ত বাগান! মনে করা হচ্ছে, সেই ক্ষিপ্ততা বুঝতে পেরেই এবার সবুজ মেরুন ছেড়ে অন্যত্র যেতে চাইছেন তারকা ফুটবলার।
মোহনবাগান ছাড়ছেন বড় তারকা
বেশ কয়েকটি সূত্র মারফত আপাতত যা খবর, খুব শীঘ্রই মোহনবাগান ছাড়তে চলেছেন জাতীয় দলের হয়ে খেলা তরুণ ফরোয়ার্ড আশিক ক্রুনিয়ন। জানা যাচ্ছে, আশিককে নিয়ে নাকি বেশ ক্ষুব্ধ মোহনবাগান ম্যানেজমেন্ট। কেননা, গত ইন্ডিয়ান সুপার লিগে চোটের কারণে একেবারে খেলতেই পারেননি জাতীয় শিবিরের এই ধুরন্ধর।
শোনা যাচ্ছে, গত সিজনের বেশিরভাগ ম্যাচে অনুপস্থিত থাকার পর এবার নাকি টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন আশিক। সূত্র বলছে, জাতীয় ফরোয়ার্ডের এমন দাবি মেনে নিতে পারছে না মোলিনার দল। যার জেরে এবার মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরুতে যোগ দিতে চলেছেন সবুজ মেরুনের 28 বছর বয়সী এই তারকা ফুটবলার।
অবশ্যই পড়ুন: WTC 2025-27-এ পাকিস্তান, বাংলাদেশের বিরুদ্ধে খেলবে না ভারত! টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ কারা?
আশিকের বিকল্প খুঁজে নিয়েছে মোহনবাগান!
একাধিক সূত্র অনুযায়ী, প্রথমত বাগানের প্রথম একাদশে ছিলেন না আশিক। তার ওপর প্রায় গোটা মরসুম চোট নিয়ে কাটিয়েছেন তিনি। আর সেসবের মাঝেই অতিরিক্ত অর্থের দাবি কিছুতেই মেনে নিতে পারছে না সবুজ মেরুন ম্যানেজমেন্ট। এদিকে সবকিছু বুঝে আশিকও নাকি সবুজ মেরুনে আর খেলতে চাইছেন না! সব মিলিয়ে, জাতীয় দলের এই তারকা মোহনবাগান ছেড়ে দিলে সেক্ষেত্রে তার বিকল্প কে হবেন তা নিয়েও প্রশ্ন ছিল বাগান পাগল সমর্থকদের।
এবার সেই প্রশ্নের উত্তর খুজে দিয়েছে সবুজ মেরুন। সূত্র বলছে, আশিক দল ছাড়লে তাঁর বিকল্প হিসেবে কিয়ান নাসিরিকে খেলাতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। জানা যাচ্ছে, কিয়ান ছাড়াও কোচ মোলিনার পছন্দের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় ফুটবলার। তবে চেন্নাইয়িন এফসিতে খেলা কিয়ানকে চুক্তি অনুযায়ী আরও এক বছর পাওয়ার কথা ভিন রাজ্যের ক্লাবের। তবে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি চেন্নাইকে রাজি করিয়ে তাঁকে শিবিরে ভেড়াতে চাইছে গোয়েঙ্কার মালিকানাধীন দল।