বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে রশিদ খানের আফগানিস্তানকে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ। এদিন, নিজেদের ভাগ্য বদলাতে একেবারে ঝাঁপিয়ে পড়েছিল লিটন বাহিনী। সেই মতোই, দীর্ঘ পরিশ্রমকে সঙ্গী করেই 8 উইকেটে জয় নিশ্চিত করে ওপার বাংলার ছেলেরা। আর তাতেই বদলে গিয়েছে বি গ্রুপের পয়েন্ট তালিকার চেহারা। শুধু তাই নয়, আফগান বাহিনীকে হারানোর পর সুপার ফোরের আশাও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ
গতকাল এশিয়া কাপে আফগানিস্তান বধ করার পর বর্তমানে বি গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এখনও পর্যন্ত 2টি জয় এবং 1টি পরাজয় নিয়ে 4 পয়েন্টে দৌড়চ্ছে ওপার বাংলার ক্রিকেট দল। অপ্রত্যাশিতভাবে আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পর এশিয়া কাপের সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছেন লিটন দাসেরা। বলা বাহুল্য, বর্তমানে বাংলাদেশের নেট রান রেট -0.270।
সুযোগ রয়েছে আফগানিস্তানেরও
এশিয়া কাপের এ যাত্রায় বাংলাদেশের কাছেই প্রথম হারলো আফগানিস্তান। যার জেরে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে এসেছে তারা। না বললেই নয়, এই মুহূর্তে একটি জয় এবং একটি পরাজয় নিয়ে 2 পয়েন্টে আটকে রয়েছে রশিদ খানের দল। যদিও তাদের নেট রান রেট এগিয়ে থাকা বাংলাদেশের থেকে অনেকটাই বেশি। বলে রাখি, বর্তমানে আফগানিস্তান দলের নেট রান রেট +2.150। ফলত, নেট রান রেট হিসাব করলে এখনও আফগানদের কাছে সুপার ফোরে ওঠার সুযোগ রয়েছে।
অন্যদিকে বি গ্রুপের বাকি দুই দলের মধ্যে দুই ম্যাচের দুটিতেই জিতে 4 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। তাদের নেট রান রেট +1.546। কাজেই এই দলটির কাছে সুপার ফোরের সুযোগ সবচেয়ে বেশি। অন্যদিকে তিন ম্যাচের তিনটিতেই হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে হংকং। তাদের পয়েন্ট শূন্য।
অবশ্যই পড়ুন: AFC-র শুরুতেই হার! যুবভারতীতে দাঁড়িয়ে মোহনবাগানকে উড়িয়ে দিল আহাল
প্রসঙ্গত, গতকাল প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে 155 রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। এদিন ওপার বাংলার ছেলেদের মধ্যে ব্যাট ঘুরিয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন তানজিদ হাসান। মঙ্গলবার তাঁর ব্যাট থেকে 4টি চার এবং 3টি ছয় সহযোগে 52 রান উপহার পেয়েছিল বাংলাদেশ। তবে এদিন অধিনায়ক লিটনের ব্যাট ঝড় তুলতে পারেনি। প্রতিপক্ষ বাংলাদেশের 155 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল একেবারে নাভিশ্বাস উঠে গিয়েছিল আফগান বাহিনীর। ওপার বাংলার বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে অসহায় দেখাচ্ছিল রশিদ খানদের। আর সেই সূত্র ধরেই 146 রানেই অলআউট হয়ে যান গুরবাজরা।