বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ নিয়ে দীর্ঘ দোলাচলের পর অবশেষে প্রায় কেটেছে জট। ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি সমাজ মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের যাত্রা। চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরশাহীতে 14 সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচও একপ্রকার চূড়ান্ত।
এমতাবস্থায়, পশ্চিমের দেশের সাথে ভারতের সম্পর্ক যে অবস্থায় তাতে ক্রিকেটের ময়দানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আদৌ মুখোমুখি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে। আর ঠিক সেই আবহে, বড় কথা বলে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।
ভারতকে পাকিস্তানের মুখোমুখি হতেই হবে!
সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তানের সাথে ম্যাচ বয়কট করেছেন ভারতীয় কিংবদন্তীরা। শিখর ধাওয়ান থেকে শুরু করে, হরভজন সিং, যুবরাজ সিংদের সিদ্ধান্তে বাতিল হয়ে গিয়েছে ভারত বনাম পাকিস্তান কিংবদন্তিদের ম্যাচ।
এহেন পরিস্থিতিতে, অনেকেই ভেবেছিলেন হয়তো এশিয়া কাপের মঞ্চেও পাক ক্রিকেটারদের মুখোমুখি হবেন না স্বদেশীরা। তবে ঢাকার বৈঠকে BCCI-র সহ-সভাপতি রাজীব শুক্লার অংশগ্রহণের পরই এশিয়া কাপ নিয়ে পুরনো ধারণা ভেঙে গিয়েছে ভক্তদের। অনেকেই বুঝে গিয়েছেন আয়োজক দেশ হিসেবে এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিশ্চিত। কিন্তু পাকিস্তানের সাথে আদৌ একই ময়দানে দেখা যাবে টিম ইন্ডিয়াকে? উত্তর দিয়েছেন বোর্ডেরই এক কর্মকর্তা।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, BCCI এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারবে না। আসলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কারণ, খাতায় কলমে ভারত কিন্তু আয়োজক দেশ। তাই, যা সিদ্ধান্ত নেওয়ার আগেই নেওয়া হয়ে গিয়েছে। আর তা মেনেই এসেছে সূচি। এবার সেই প্রস্তাব থেকে সরে দাঁড়াতে পারবে না বোর্ড! সূচি মেনেই গড়াবে ম্যাচ!
অবশ্যই পড়ুন: বেন স্টোকসের সাথে কেন করমর্দন করেননি জাদেজা? জানিয়ে দিলেন শুভমন গিল
প্রসঙ্গত, গত 24 জুলাই ঢাকায় অনুষ্ঠিত হয়ে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের যোগ দেওয়া নিয়ে ব্যাপক জল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত, বাংলাদেশে গিয়ে না হলেও ভার্চুয়ালি বোর্ডের হয়ে সেই বৈঠকে অংশ নিয়েছিলেন সহ-সভাপতি রাজীব শুক্লা। শোনা যাচ্ছে, এরপরই এশিয়া কাপ নিয়ে জট কেটেছে। কাজেই, সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে, এশিয়া কাপে পুরোপুরি সম্মতি রয়েছে ভারতের। সেই সূত্র ধরেই, এশিয়া কাপের মঞ্চে ভারত-পাক ম্যাচ হতে পারে বলেই আশা করা যাচ্ছে। আসলে এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ প্রায় নিশ্চিত, ফলে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতেই হবে টিম ইন্ডিয়াকে, এমনটাই মনে করছেন অনেকেই!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |