কোনও ভারতীয় ক্রিকেটার একসাথে ভ্রমণ করতে পারবেন না! BCCI-র নতুন নিয়ম

Published on:

Asia Cup 2025 Indian players will not travel together to Dubai new report

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের (Asia Cup 2025) আগেই টিম ইন্ডিয়ার প্লেয়ারদের ভ্রমণ সংক্রান্ত নিয়মে বড়সড় বদল আনলো BCCI। আগামী 10 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে ভারত।

আর সেই ম্যাচকে সামনে রেখে আসন্ন 4 সেপ্টেম্বর দুবাইয়ের মাটিতে পা রাখবে টিম ইন্ডিয়ার ছেলেরা। আর এখানেই রয়েছে চমক। রিপোর্ট অনুযায়ী, আগে সাধারণত বিদেশ সফরের ক্ষেত্রে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা মুম্বইতে জড়ো হতেন, সেখান থেকেই বিদেশে সিরিজ বা ক্রিকেট ম্যাচ খেলতে যেতেন তারা।

তবে এবার সেই নিয়ম বদলে ফেলল BCCI। বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, আসন্ন এশিয়া কাপের জন্য ক্রিকেটাররা আলাদা আলাদা ভাবে অর্থাৎ নিজ নিজ স্থান থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। জানা যাচ্ছে, ক্রিকেটারদের ভ্রমণ সুবিধার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

5 সেপ্টেম্বর থেকেই এশিয়া কাপের নেট সেশন শুরু করবে ভারত

সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উদ্বোধন কর্মকর্তা জানিয়েছেন, টিম ইন্ডিয়ার নির্বাচিত ক্রিকেটাররা আগামী 4 সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে দুবাইতে পৌঁছে যাবেন। এরপর 5 তারিখ থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অ্যাকাডেমিতে নেট সেশন শুরু করবেন তারা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

ওই কর্মকর্তার দাবি, মূলত লজিস্টিক সুবিধার কথা মাথায় রেখে, ভারতীয় ক্রিকেটারদের তাদের নিজ নিজ শহর থেকে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিছু প্লেয়ার মুম্বই থেকেও UAE-র উদ্দেশ্যে যাত্রা করবেন।

অবশ্যই পড়ুন: ফেডারেশন-FSDL এর যৌথ প্রস্তাব সুপ্রিম কোর্টে, ISL-র দায়িত্ব পাবে নতুন সংস্থা?

এশিয়া কাপের জন্য ভারতের ঘোষিত স্কোয়াড

সূর্য কুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতের শর্মা, জসপ্রীত সিং, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং রিঙ্কু সিং। এছাড়াও স্ট্যান্ডবাইতে রয়েছেন, রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥