বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের বিরুদ্ধে ছেলেখেলা করে জয় পেয়েছে ভারত। বিগত দিনগুলিতে বারবার হুঁশিয়ারি দিয়েও মাঠের লড়াইয়ে কাজের কাজ করে দেখাতে পারেননি পাক অধিনায়ক সলমান আলি আঘা। ভারতীয় বোলিং আক্রমণের সামনে একেবারে শোচনীয় অবস্থা হয়েছিল তাদের। ফলত, যা হওয়ার তাই হয়েছে। 128 রানের সহজ লক্ষ্য পূরণ করে ক্ষমতা জাহির করেছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবদের এই জয়ের পরই বদলে গিয়েছে এশিয়া কাপের পয়েন্ট তালিকার (Asia Cup Points Table) ছবিটাও।
এশিয়া কাপের পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত
এশিয়ার সেরা দল ভারত। তার প্রমাণ পাওয়া যায় এশিয়া কাপের বর্তমান পয়েন্ট টেবিল থেকেই। উদ্বোধনী ম্যাচে UAE-কে উড়িয়ে জয়ের পর পাকিস্তানকে হারানোয় বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারতীয় দল। পরপর দুই ম্যাচ জিতে টিম ইন্ডিয়ার পয়েন্ট এখন 4। নেট রান রেট +4.793। এদিকে পাকিস্তান 2 ম্যাচে একটিতে জিতে 2 পয়েন্টে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের নেট রান রেট +1.649। তবে গ্রুপ A এর বাকি দুই দল অর্থাৎ UAE এবং ওমান এখনও খাতা খুলতে পারেনি।
অন্যদিকে যদি গ্রুপ B এর প্রসঙ্গে কথা বলা যায় সেক্ষেত্রে ভারতের মতোই B গ্রুপের শীর্ষে রয়েছে আফগানিস্তান। তাদের পয়েন্ট অবশ্য 1 ম্যাচে 2। নেট রান রেট, +4.700। আফগান দলের পরই B গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের প্রথম টিতেই জিতে তাদের পয়েন্ট এখন 2। অন্যদিকে বাংলাদেশ 2 ম্যাচে 1টি জয় এবং 1টি পরাজয় নিয়ে 2 পয়েন্টে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এদিকে গ্রুপের সবশেষে অর্থাৎ তলানিতে জায়গা হয়েছে হংকংয়ের। এশিয়ার এই দল এখনও নিজেদের খাতা খুলতে পারেনি। সব মিলিয়ে গোটা পয়েন্ট তালিকায় এখন আধিপত্য শুধুই ভারতীয় দলের।
সুপার ফোরের দৌড়ে এগিয়ে এই দুই দল
চলতি এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ধারাবাহিক জয়ের পর পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সুপার ফোরের জায়গাটা এক প্রকার নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে A গ্রুপের দল পাকিস্তান দ্বিতীয় স্থানে থাকার সুবাদে সুপার ফোরে ওঠার দৌড়ে এগিয়ে। একইভাবে B গ্রুপের কথা বললে, বিগত দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সুপার ফোরের লড়াইয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। লড়াইয়ে রয়েছে শ্রীলঙ্কাও।
অবশ্যই পড়ুন: কেন ম্যাচ শেষে পাক প্লেয়ারদের সাথে করমর্দন করল না টিম ইন্ডিয়া? কারণ জানালেন সূর্যকুমার
প্রসঙ্গত, শেষ চারের দৌড়ে আজ, সোমবার A গ্রুপের দল UAE তাদের পরবর্তী ম্যাচ খেলবে ওমানের বিরুদ্ধে। অন্যদিকে, B গ্রুপের দল হংকং আজই শ্রীলঙ্কার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এশিয়া কাপে খাতা কলার আপ্রাণ চেষ্টা করবে। এদিকে, কার্যত ডু অর ডাই ম্যাচে মঙ্গলবার লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।