সাদা বলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ভারত, নতি স্বীকার ট্র্যাভিস হেডের

Published on:

Australia accepts India as the strongest team in the world in the white-ball format

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট বিশ্বে ভারতের (India) শক্তির পরীক্ষা নিয়েছে বহুদল। তবে শেষ পর্যন্ত ফলাফলে চোখ রেখে মূর্ছা গিয়েছে তারাই। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের ক্ষমতা কতটা, বারংবার তা প্রমাণ করেছেন রোহিত শর্মারা। সাম্প্রতিক সময়ে লাল বলের ফরম্যাটে ব্যর্থ হলেও সাদা বলে যেন আগুন ঝরিয়েছে ভারত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক কিংবা এবারের বহু অপেক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি, সবেতেই জগত সভায় শ্রেষ্ঠ আসন পেয়েছে ভারতই। আর টিম ইন্ডিয়ার সেই সাফল্যকে সামনে রেখেই ভারত যে সাদা বলের ফরম্যাটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল, সে কথা সহাস্যে মেনে নিলেন ক্রিকেটের সুপার পাওয়ার অস্ট্রেলিয়ার নায়ক ট্র্যাভিস হেড।

সাদা বলে ভারতের শক্তি কতটা?

সম্প্রতি রোহিতের নেতৃত্বে মিনি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। একইভাবে গত বছর সকলকে চমকে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাবা বসিয়েছিল ভারত। ক্রিকেট বিশ্বে ভারতের এই ধারাবাহিক সাফল্যকে স্মরণ করেই টিম ইন্ডিয়াকে সাদা বলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল বলে আখ্যায়িত করেছেন অজি তারকা ট্র্যাভিস হেড। সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ান ক্রিকেটের হৃদপিণ্ড হেড জানান, ভারত সবসময়ই শক্তিশালী দল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আমার ব্যক্তিগত মতামত, বিশ্বের সবচেয়ে সেরা দলের বিরুদ্ধে পারফর্ম করতে সবাই চায়। ভারত কিন্তু ধারাবাহিকভাবে দুর্ধর্ষ পারফর্ম করছে। অজি তারকার মতে, এই ফরম্যাটে ভারতের ধারে কাছে নেই কেউই। সাদা বলের সংস্করণে টিম ইন্ডিয়াই সেরার সেরা। অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্মরণ করান, সাম্প্রতিক সময়গুলিতে আইসিসির সবকটি ইভেন্টের ফাইনাল খেলেছে ভারত।

ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন হেড

এদিন ভারতের প্রশংসা করতে গিয়ে আচমকা 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ টানেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। সেবার দাপটে থেকেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত শর্মা বাহিনীকে। সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই হেড জানান, ভারত যে ধরনের দল তাদের বিরুদ্ধে বাড়তি কোনও আশা আমাদের সেই সময়ে ছিল না।

অবশ্যই পড়ুন: দ্বিতীয় সেমির আগে আপুইয়া, মনবীরকে নিয়ে সুখবর মোহনবাগানে

গোটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া দাপটের সাথে খেলে এসেছে। কিছু কিছু সময় আসে যখন ভুল না হলেও ঘটনা ঘটে যায়। সেদিন আমরা ফাইনাল জিতেছিলাম ঠিকই, তবে ট্রফি যদি ভারতের কাঁধে উঠতো সেক্ষেত্রে খুব একটা অবাক হতাম না। কেননা, টিম ইন্ডিয়া বিশ্বমানের দল। এদিন হেডের বক্তব্যে এ কথা স্পষ্ট প্রকাশ পেয়েছে যে, ক্রিকেট বিশ্বে ভারতের সামনে রুখে দাঁড়াতেও দশবার অঙ্ক কষতে হয় অস্ট্রেলিয়ার মতো দলগুলিকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group