পিংক বল টেস্টে দুর্ধর্ষ রেকর্ড অস্ট্রেলিয়ার, পিছিয়ে নেই ভারতও! অ্যাডিলেডে তৈরি হবে ইতিহাস

Published on:

bgt 2024 25 trophy

কলকাতাঃ বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচ জিতে অস্ট্রেলিয়া শিবিরে ভয় ধরিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। এবার দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে দিন রাতের গোলাপি বলের টেস্ট। আর তার আগে চরম প্রস্তুতি দুই শিবিরেই। এই অ্যাডিলেডেই ২০০৩ সালে ঐতিহাসিক টেস্ট জয় করেছিল ভারতীয় দল। আবার এই অ্যাডিলেডেই ভারতীয় দলের নামে রয়েছে লজ্জার ইতিহাস। ২০২০ সালে এই অ্যাডিলেডেই মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। আর ওই টেস্ট ম্যাচটিও ছিল গোলাপি বলের। মানে দিন রাতের টেস্ট। পারথ টেস্টের মতো অ্যাডিলেডেও ভারতীয় দলের আধিপত্য বজায় রাখার আশা রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়াও ছাড়নে বালা দল নয়।

দিন/রাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড

ক্রিকেটের সবথেকে বড় ফরম্যাটের দিন রাতের ম্যাচে অস্ট্রেলিয়ার দুর্ধর্ষ রেকর্ড রয়েছে। বিশেষ করে নিজেদের দেশে অজিরা আলাদাই উচ্ছ্বাস নিয়ে নামে। বলে দিই, অস্ট্রেলিয়া এখনও অবধি ১২ টি দিন রাতের টেস্ট খেলেছে, আর এর মধ্যে মাত্র ১ টি হেরেছে বাকি ১১ টি ম্যাচেই জয় হাসিল করেছে তাঁরা।

নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতকে দিন রাতের পিংক বলের টেস্টে বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুরা শুধুমাত্র ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেই একটি গোলাপি বলের টেস্ট ম্যাচে হেরেছিল। ওই একটা হার বাদে অস্ট্রেলিয়াকে আর কেউ পরাজয়ের মুখে ফেলতে পারেনি। আর পিংক বলে অস্ট্রেলিয়ার এই রেকর্ডই ভয় ধরাচ্ছে ভারতকে।

দিন/রাতের টেস্টে ভারতের রেকর্ড

যদিও দিন-রাতের বা পিংক বলের টেস্টে ভারতীয় দলের রেকর্ডও ফেলে দেওয়ার মতন না। টিম ইন্ডিয়াও এখনও পর্যন্ত মাত্র একটি দিনরাতের টেস্ট ম্যাচে হেরেছে। বলে দিই, ভারত এখনও পর্যন্ত মোট ৪ টি দিনরাতের টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে একটি হার ও তিনটিতে জয় মিলেছে। সেই একটি হার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিল। এছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে দিনরাতের টেস্টে হারিয়েছে ভারত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥