কৌশিক দত্ত, কলকাতাঃ ভারত ও অস্ট্রেলিয়ার (India Vs Australia) মধ্যে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচটি আগামীকাল ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হতে চলেছে। বর্তমানে দুই দলই একটি করে টেস্ট জিতেছে ও একটি টেস্ট ড্র হয়েছে। দুই দলের কাছে বিশেষ করে ভারতের কাছে আগামী দুটি টেস্টই খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার এটাই শেষ সুযোগ ভারতের কাছে। ওদিকে চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়া তাঁদের প্রথম একাদশের ঘোষণাও করে দিয়েছে।
অস্ট্রেলিয়া দলে ১৯ বছর বয়সী তরুণ প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে চতুর্থ টেস্টে। স্যাম কনস্টাসকে চতুর্থ টেস্টে দলে রাখা হয়েছে। ১৯ বছর বয়সী এই তরুণ প্লেয়ার প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্ম করেছিলেন। যার কারণে তাঁকে এবার দলে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও স্কট বোল্যান্ডকেও প্রথম একাদশে রাখা হয়েছে।
তবে এরই মধ্যে এও জানা গিয়েছে যে, ভারতীয় দলের সবথেকে বড় কাঁটা ট্র্যাভিস হেডও চতুর্থ টেস্টে খেলবেন। আসলে তৃতীয় টেস্টের পর থেকেই শোনা যাচ্ছিল যে, ট্র্যাভিস হেড চোটগ্রস্ত। এমনকি তিনি চতুর্থ টেস্টে দলের সঙ্গে নাও থাকতে পারেন। তবে চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার যেই দল ঘোষণা করা হয়েছে, তাতে ট্র্যাভিস হেডের নামও জ্বলজ্বল করছে।
ভারতের বিরুদ্ধে ট্র্যাভিস হেডের পারফরমেন্স
বর্ডার-গাভাস্কার ট্রফিতে এই ট্র্যাভিস হেড ভারতের সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়া দলের হয়ে সবথেকে বড় পারফর্মারও হয়ে উঠেছেন তিনি। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন হেড। যদিও সেই টেস্টে জয় পায় টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় টেস্টে ১৪০ রান করেন হেড। তৃতীয় টেস্টেও ১৫২ রান এসেছে হেডের ব্যাট থেকে। হেডের এই পারফরমেন্সই টিম ইন্ডিয়াকে আরও ভাবাচ্ছে।
চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ
উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মারনাস ল্যাবুশেন, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ, মিচ মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিওন, স্কট বোল্যান্ড।