রোহিত, কোহলির পাল্টা স্টার্ক-হেজ়লউড! ভারতের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

Published:

Australia Announces Squad Against India for one day and T20 Series-
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন পর ভারতের জার্সি গায়ে তুলবেন দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অধিনায়কের দায়িত্ব না পেলেও ভারতীয় দলে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন রোহিত। অজিদের বিরুদ্ধে একদিন এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। কিন্তু কাদের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিত, সূর্যরা? এমন প্রশ্ন উঠতে না উঠতেই ভারতের বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া (Australia Announces Squad Against India)। সবচেয়ে অবাক করা বিষয়, দলে ফিরেছেন অস্ট্রেলিয়ার অবসর নেওয়া এক তারকা ক্রিকেটার। এদিকে দুই দলেরই অধিনায়ক হয়েছেন মিচেল মার্শ।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন এক ঝাঁক তারকা

ভারতের বিরুদ্ধে আগামী 19 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দলে ফিরেছেন কিছুদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া ক্রিকেটার মিচেল স্টার্ক। এছাড়াও অস্ট্রেলিয়ার একদিনের দলে শক্তি বাড়িয়েছেন মিচেল ওয়েন, ম্যাথু শার্ট এবং ম্যাথু রেশন। এদিকে দলে জায়গা পেলেও প্রথম একদিনের ম্যাচ খেলতে পারবেন না উইকেট রক্ষক আলেক্স ক্যারে। জানা যাচ্ছে, কুইন্সল্যান্ডের বিরুদ্ধে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের ম্যাচে অংশ নেবেন তিনি।

প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

ওয়ানডের ক্ষেত্রে পুরো সিরিজের দল ঘোষণা করলেও ভারতের বিরুদ্ধে আসন্ন 5টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ESPN এর রিপোর্ট অনুযায়ী, দুই ম্যাচ শেষ হলে বাকি তিন ম্যাচের দল সময় মতো ঘোষণা করবে অস্ট্রেলিয়া। এদিকে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রামে রাখা হয়েছে উইকেটরক্ষক ক্যারে এবং জশ ফিলিপকে। তাদের বদলে জলে জায়গা হয়েছে জশ ইংলিস এবং নেথান এলিসের। অন্যদিকে কব্জিতে অস্ত্রোপচার হওয়ার কারণে টি-টোয়েন্টি দলে জায়গা পাননি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।

কোথায় গড়াবে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ?

রিপোর্ট অনুযায়ী, আগামী 19 অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে পারথে। এরপর 23 অক্টোবরের ম্যাচ অ্যাডিলেডে এবং 25 অক্টোবরের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপরই 29 অক্টোবর থেকে শুরু হচ্ছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। এই আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যানবেরাতে। এরপর দ্বিতীয় ম্যাচ 31 অক্টোবর গড়াবে মেলবোর্নে। এছাড়াও 2 নভেম্বর হোবার্ট, 6 নভেম্বর গোল্ড কোস্ট এবং 8 নভেম্বর ব্রিসবেনে বাকি তিনটি ম্যাচ খেলবে সূর্যকুমার যাদবের দল।

অবশ্যই পড়ুন: ফের কেঁপে উঠল পাকিস্তান, বেলুচিস্তানে ৪০০ যাত্রী বোঝাই ট্রেনে IED ব্লাস্ট! লাইনচ্যুত ৬ কামরা

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কোনোলি, বেন ডোয়ারশুইস, নেথান এলিস, ক্যামেরন গ্রিন, হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, জশ হেজ়লউড, ট্রেভিস, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক এবং অ্যাডাম জ়াম্পা।

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম দুই ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), সিন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, নেথান এলিস, জশ হেজ়লউড, ট্রেভিস হেড, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জ়াম্পা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join