বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতকে হারিয়ে মেলবোর্ন টেস্ট দখলের পাশাপাশি 2-1 ব্যবধানে এগিয়ে চালকের আসনে অস্ট্রেলিয়া। এদিকে রোহিতদের দুর্ভাগ্যের চাকা ঘোরাতে আসন্ন সিডনি টেস্ট (Sydney Test) জেতা আবশ্যিক হয়ে পড়েছে। এহেন আবহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে পাখির চোখ করে বসে রয়েছে দুই দলই। তবে চলতি বর্ডার গাভাস্কার সিরিজে এগিয়ে থাকা আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার কাছে সিডনি টেস্ট বিশেষ গুরুত্বপূর্ণ না হলেও ভারতকে নাস্তানাবুদ করতে ঝাঁপিয়ে পড়বে কামিন্স বাহিনী। তবে তার আগে অজি শিবিরে আসতে পারে বড় বদল।
সিডনি টেস্টে থেকে বাদ পড়বেন দুই অজি তারকা!
মেলবোর্নের রণক্ষেত্রে ভারতকে হারানোর পণ করে বসেছিল কামিন্সরা। আর সেই জেদই ডিসেম্বরের শেষে ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। চতুর্থ টেস্টে 184 রানের বড় ব্যবধানে রোহিতদের পরাস্ত করে অস্ট্রেলিয়া। আর এই ঘটনার পর থেকেই আত্মবিশ্বাসের পাহাড়ে চড়ে বসেছে শত্রুপক্ষের ছেলেরা। তবে ভারতের বিরুদ্ধে আত্মবিশ্বাসের দাগ দগদগে থাকলেও সিডনি টেস্টের আগে স্কোয়াডে বড় বদল আনতে পারে অস্ট্রেলিয়া।
অনিশ্চিত মিচেল স্টার্ক
জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে পিঠের যন্ত্রণায় ভুগছিলেন অজি পেসার মিচেল স্টার্ক। সূত্র বলছে, ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে অভিশাপ হিসেবে পাওয়া চোট যন্ত্রণা এবার অস্ট্রেলিয়ান তারকাকে সিডনি বিমুখ করে তুলবে। হ্যাঁ, পিঠে অস্বাভাবিক ব্যাথার কারণে ইতিমধ্যেই সিডনি টেস্টে স্টার্কের উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, বোলারের ভবিষ্যৎ চিন্তা করে তাঁকে আসন্ন টেস্ট থেকে বিরত রাখতে পারে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার জন্য দুঃসময় হলেও ভারতীয় শিবিরে খুশির হাওয়া বহিছে আরও এক অস্ট্রেলিয়ান তারকার অনুপস্থিতি নিয়ে। স্টার্ক ছাড়াও অজি অলরাউন্ডার মিচেল মার্শকেও আপাতত বিশ্রামে রাখতে পারে অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট। নেপথ্যে যদিও অস্ট্রেলিয়ান তারকার দুর্বল ফর্ম। মূলত ভারতের বিপক্ষে চলতি টেস্টে সেভাবে রুখে না দাঁড়ানোয়ে আসন্ন সিডনি টেস্ট থেকে বাদ পড়তে পারেন অস্ট্রেলিয়ার ঘরের ছেলে মার্শ। বেশ কিছু প্রতিবেদন মারফত খবর, 3 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টে স্টার্ক এবং মার্শ খেলবেন কিনা তা নিশ্চিত হবে টেস্টের আগের দিন অর্থাৎ 2 তারিখেই।
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
স্যাম কনস্টাস, উসমান খাজা, মারনাস ল্যাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, স্কট বোল্যান্ড, ঝিয়ে রিচার্ডসন।
মমতার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য! অভিযুক্তকে স্বস্তি দিয়ে মামলায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট