কলকাতাঃ ঘরের মাঠে লজ্জার রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া (Australia)। ভারতের বিরুদ্ধে পার্থ টেস্টে একেবারে ল্যাজেগোবরে আয়োজক দেশ। ভারতকে ১৫০ রানে অলআউট করে সহজ জয়ের লক্ষ্যে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারতীয় বোলাররা তা হতে দেননি। একের পর এক উইকেট নিয়ে মাত্র ১০৪ রানেই অস্ট্রেলিয়াকে দুরমুশ করে বুমরাহ, হর্ষিত, সিরাজরা। আর এত কম রানে অলআউট হয়েই লজ্জার রেকর্ড গড়ে ক্যাঙ্গারুরা। এটা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার করা তৃতীয় সবথেকে কম রান।
দ্বিতীয় ইনিংসে কামব্যাক ভারতীয় ব্যাটারদের
ভারতীয় দল ৪৬ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় দল ২৬ ওভারে টি ব্রেকে কোনও উইকেট না খুইয়ে ৮৪ রান করেছে। পিচে রয়েছেন কেএল রাহুল (৩৪) ও যশস্বী জয়সওয়াল (৪২)। এই ম্যাচে ভারতীয় দল যে অস্ট্রেলিয়ার উপর চাপ সৃষ্টি করতে সফল হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
This is Australia’s Lowest Ever Score against India at Home in Last 43yrs!#INDvsAUS pic.twitter.com/LLS0rRRMNn
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) November 23, 2024
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর ছিল ৮৫। ২০১৬ সালে হোবার্টে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর করেছিল অস্ট্রেলিয়া টিম। এছাড়াও ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের দেশের মাটিতে ৯৮ রানে অলআউট হয়েছিল ক্যাঙ্গারুরা। এবার ভারতের বিরুদ্ধে ১০৪ রানে অলআউট। বিগত ৪৩ বছর এটা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর অস্ট্রেলিয়ার।
পার্থে ১০৪ রানে অলআউট হয়ে এক লজ্জার রেকর্ডের সম্মুখীন অস্ট্রেলিয়া। এই মাঠে এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ৮৯ রান। এটি পাকিস্তান করেছিল। এর আগে ভারত এই মাঠেই ২০১৮ সালে ভারত ১৪০ রানে অলআউট হয়েছিল। আর এবার ১৫০ রানে অলআউট।