অ্যাডিলেড টেস্টের আগে সরল টিম ইন্ডিয়ার পথের কাঁটা! চোট পেয়ে বাদ অস্ট্রেলিয়ার বিধ্বংসী পেসার

Published on:

josh hazlewood bgt 2024

কলকাতা, কৌশিক দত্তঃ আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার গোলাপি বলের দিন/রাতের টেস্ট। এটি বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে পারথে অস্ট্রেলিয়াকে ২৯৫ দানে দুরমুশ করেছিল ভারতীয় দল। এবার দ্বিতীয় টেস্টে সেই ধারা বজায় করার লক্ষ্যেই নামবে টিম ইন্ডিয়া। তবে অ্যাডিলেড টেস্টের আগে ঝটকা খেল অস্ট্রেলিয়া চোটের কারণে ছিটকে গেলেন অজিদের ফাস্ট বোলার জোশ হ্যাজেলউড।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন জোশ হ্যাজেলউড

জোশ হ্যাজেলউডের ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার কাছে যেমন ধাক্কা, তেমনই ভারতীয় দলের কাছে স্বস্তির খবর। কারণ পারথ টেস্টে এই জোশ হ্যাজেলউডই টিম ইন্ডিয়ার প্রায় অর্ধেক প্লেয়ারকে গ্যালারিতে পাঠিয়েছিলেন। প্রথম টেস্টে হ্যাজেলউড ১৩ ওভার বল করে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। যা সেই ইনিংসের সেরা পারফরমেন্স ছিল। স্বভাবতই জোশ হ্যাজেলউডের ছিটকে যাওয়া টিম ইন্ডিয়ার কাছে শাপে বর হিসেবে প্রমাণিত হতে পারে।

জোশ হ্যাজেলউডের জায়গায় কে ঢুকছেন অস্ট্রেলীয় দলে?

জানা গিয়েছে, সাইড স্ট্রেনের কারণে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে আর খেলতে পারবেন না জোশ হ্যাজেলউড। এমনকি সিরিজের বাকি ম্যাচগুলিতে তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়। তাহলে হ্যাজেলউডের জায়গায় কাকে দলে নিচ্ছে অস্ট্রেলিয়া? প্রাপ্ত খবর অনুযায়ী, অস্ট্রেলীয় দলে দুই আনক্যাপড প্লেয়ার রয়েছেন। তাঁদের মধ্যে কেউ একজন খেলতে পারেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

হ্যাজেলউডের ঘাটতি মেটাতে ইতিমধ্যে অস্ট্রেলীয় স্কোয়াডে রয়েছেন শন অ্যাবট এবং ব্রেন্ডন ডগেট। এদের মধ্যেই কেউ অ্যাডিলেড টেস্টে জায়গা পেতে পারেন। হ্যাজেলউড যদি এই সিরিজে আর না ফেরত আসতে পারেন, তাহলে এদের দিয়েই কাজ চালাবে অস্ট্রেলিয়া।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group