Indiahood-nabobarsho

কাজে আসবে না বরুণদের জাদু! ভারতীয় স্পিনারদের মাঠে মারতে নতুন কৌশল অস্ট্রেলিয়ার

Published on:

Australia practiced in a special manner to punish Indian spinners

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার কিউইদের ম্যাচে ভারতীয় স্পিনারদের দাপট দেখে কার্যত ভয় পেয়ে গিয়েছে অস্ট্রেলিয়া (Australia)! আর সেই ভয় কাটাতেই বরুণ চক্রবর্তীদের বিরুদ্ধে নতুন কৌশল ফাঁদলেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। টিম ইন্ডিয়ার ঘূর্ণিবাজদের হাতে বধ হওয়া নিউজিল্যান্ডের গলদঘর্ম অবস্থা দেখে বোঝাই গিয়েছিল সেমিফাইনালের মঞ্চে অজি ব্যাটারদের রানে কোপ বসাবে ভারতের নিজস্ব অস্ত্র স্পিন। আর সেই আশঙ্কাকে মাথায় রেখেই ভারতের স্পিন আক্রমণের বিরুদ্ধে জোরালো অনুশীলন শুরু সারলেন অজিরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চক্রবর্তীদের বিরুদ্ধে প্রস্তুত অস্ট্রেলিয়া?

দুবাইয়ের পিচ ভারতীয় স্পিনারদের কাছে এখন হাতের তালুবন্দি। আর সেই ঘটনা আগে ভাগে জেনেই রবিবার দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমি মাঠে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে জোরালো অনুশীলন সেরেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সূত্রের খবর, প্রায় 3 ঘন্টা সময় নিয়ে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে বিশেষ কৌশলে অনুশীলন চালিয়েছে অস্ট্রেলিয়া। তবে তা হলেও দুবাইয়ের স্পিন নির্ভর পিচে ভারতীয় স্পিনারদের টেক্কা দেওয়াটা যথেষ্ট চাপের হতে চলেছে অস্ট্রেলিয়ার পক্ষে।

কিন্তু সেই পথে যাতে হুমড়ি খেয়ে পড়তে না হয় সেজন্য রবিবার স্পিনারদের বিরুদ্ধে আলাদা করে অনুশীলন সেরেছেন অজিরা। শোনা যাচ্ছে, রবিবার স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডরা হালকা হাতে অনুশীলন করলেও দলের বাকি ব্যাটসম্যানরা এদিন ব্যাট হাতে যথেষ্ট পরিশ্রম করেছেন। অজিদের এই অনুশীলনের পরেই প্রশ্ন উঠছে তাহলে কি মঙ্গলবারের ম্যাচে ব্যর্থ হবে বরুণ, কুলদীপ, অক্ষর ও জাদেজার বোলিং? উত্তর মিলবে আগামীকালই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চাপে রয়েছে অস্ট্রেলিয়া?

চলতি মরসুমে বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই মিনি বিশ্বকাপে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। তার ওপর আবার চোট ও নানান ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট থেকে খেলোয়াড়দের ছিটকে যাওয়ার তালিকা বিরাট লম্বা। চোট থাকায় এবারের মরসুমে জায়গা হয়নি অজি তারকা প্যাট কামিন্স ও জোশ হেজেলউডের।

বেশ কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসি ইভেন্টে খেলছেন না মিচেল স্টার্ক। একপ্রকার সমগোত্রীয় কারণে দলে নেই মিচেল মার্শও। অন্যদিকে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেওয়ায় চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার তাবড় তারকা মার্কাস স্টইনিসের। দলের অভিজ্ঞ তারকাদের চোটের মাঝেই সম্প্রতি আফগানিস্তানের ম্যাচ চলাকালীন চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছেন ম্যাথু শর্ট।

আরও পড়ুনঃ ব্যর্থতার জেরে অজিদের বিরুদ্ধে বাদ তারকা প্লেয়ার? দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

এহেন আবহে দলের বিশ্বস্ত সৈনিকদের অভাবে একপ্রকার নিঃশ্বাস চেপে লড়াই করে যাচ্ছে অস্ট্রেলিয়া। যদিও ম্যাথুর বিকল্প হিসেবে দলে ফিরেছেন 21 বছর বয়সী তরুণ কুপার কনলি। তবে তা সত্ত্বেও ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্ট চাপে রয়েছে অজিরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group