বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতকে 3-1 ব্যবধানে বর্ডার গাভাস্কার সিরিজ হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল অস্ট্রেলিয়া। বুমরাহদের পরাজয়কে সামনে রেখে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship) ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করে কামিন্স বাহিনী। তবে নামের পাশে কোয়ালিফাই চিহ্ন বসলেও WTC ফাইনাল থেকে এখনও ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে অজিদের। হ্যাঁ, বিগত টেস্টে দুর্দান্ত ফর্মে থেকেও অস্বস্তি বেড়েছে অজি শিবিরে।
WTC ফাইনাল থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া?
ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স অস্ট্রেলিয়াকে সাফল্যের সিঁড়িতে উঠিয়ে দিয়েছে। সিরিজ দখলের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তাও কমে এসেছে অজিদের। বলা যায়, ভারতের পরাজয়ের পর ক্যাঙ্গারু দলের WTC ফাইনালে উপস্থিতি একপ্রকার নিশ্চিত হয়ে পড়েছে। তবে সেই সম্ভাবনায় আশঙ্কা বাড়িয়েছে নতুন অঙ্ক। বলা হচ্ছে WTC ফাইনালে জায়গা হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার আগে বড়সড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অস্ট্রেলিয়াকে।
কামিন্সদের পথের কাঁটা শ্রীলঙ্কা!
বিরাট বাহিনীকে হারিয়ে সিডনির মঞ্চ ছাড়ার পাশাপাশি বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে নিজেদের আধিপত্যের পরিধি বাড়িয়েছে ব্যাগি গ্রিনরা। যার জেরে WTC ফাইনালে ওঠার পথ অনেকটাই সহজ হয়েছে কামিন্স ব্রিগেডের কাছে। তবে ভারতকে নাস্তানাবুদ করে সিরিজ পকেটে পুরলেও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাকাপাকিভাবে জায়গা করতে পারবে কিনা তা খানিকটা হলেও নির্ভর করবে লঙ্কানদের ম্যাচের ওপর।
তবে সেই 2 ম্যাচের টেস্টে অস্ট্রেলিয়া যদি হেরেও যায় সেক্ষেত্রে তাদের জয়ের পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে 57.02 সংখ্যায়। অপরদিকে অসাধ্য সাধন করে শ্রীলঙ্কা দুটি টেস্ট জিতলে তাদের পয়েন্ট হবে 53.85। কাজেই টেস্ট হেরেও WTC ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে থাকছে অস্ট্রেলিয়া। কিন্তু তা সত্ত্বেও অস্ট্রেলিয়াকে নিয়ে আশঙ্কা বাড়াচ্ছে নতুন অঙ্ক। কিন্তু কী সেই অঙ্ক?
এই অঙ্কে WTC ফাইনাল থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া!
শ্রীলঙ্কার কাছে হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া! বর্তমানে এই বাক্যই মনে মনে আউড়াচ্ছেন অজি সমর্থকরা। তবে সেই ধারণা যে একেবারে ভুল তা প্রমাণ করে দেখিয়েছে নতুন পার্সেন্টেজ পরিসংখ্যান। সূত্র বলছে, অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার কাছে হেরে 57.02 শতাংশে WTC ফাইনালের জন্য দৌড়ায় সে ক্ষেত্রেও দুশ্চিন্তা বাড়তে পারে অজি শিবিরে।
কেননা, স্লো ওভার রেটের কারণে কোনও ভাবে যদি অস্ট্রেলিয়ার পয়েন্ট তালিকা থেকে 8 পয়েন্ট কেটে নেওয়া হয় তাহলে অজিদের জয়ের পারসেন্টেজ গিয়ে দাঁড়াবে 53.51 শতাংশে। আর এই ঘটনা বাস্তব রূপ পেলে আখেরে লাভ হবে শ্রীলঙ্কার। কারণ, স্লো ওভার রেটের কারণে যদি অস্ট্রেলিয়ার পয়েন্ট কাটা যায় সেক্ষেত্রে ব্যকফুট থেকে ফাইনালে উঠে আসবে লঙ্কান বাহিনী।
আদৌ 8 পয়েন্ট কাটা যাবে অস্ট্রেলিয়ার?
ভারতকে হারিয়ে এখন তুমুল আত্মবিশ্বাসী অজি শিবির। তাই আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে কামিন্সদের। তবে সেই রাস্তায় শত্রু শিবিরের সুযোগ না থাকলেও নিজেদের ব্যর্থতার সাথে লড়াই করতে হতে পারে অস্ট্রেলিয়াকে। কারণ এর আগেই বহুবার স্লো ওভার রেটের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়েছে অজি ব্রিগেড। বলা বাহুল্য, অ্যাসেজ সিরিজে স্লো ওভার রেটের কারণ দেখিয়ে অজিদের 10 পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। কাজেই শ্রীলঙ্কার বিপক্ষে রুখে দাঁড়ানোর পাশাপাশি স্লো ওভার রেট নিয়েও বাড়তি চিন্তা থাকবে ব্যাগি গ্লিনদের কপালে।
ইস্টবেঙ্গলের ধমকেই হল কাজ? অবশেষে ডার্বি নিয়ে সিদ্ধান্ত নিল মোহনবাগান