ভারতে খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাদের শ্লীলতাহানি! গ্রেফতার আকিল খান

Published:

Australian Women Cricketers Molested By a Man in Indore
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ICC মহিলা বিশ্বকাপ খেলতে ভারতে এসে যৌন হয়রানির শিকার হলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা (Australian Women Cricketers Molested)। জানা যাচ্ছে, বৃহস্পতিবার ইন্দোরের এটি হোটেল থেকে ক্যাফের দিকে যাওয়ার সময় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উত্যক্ত করতে থাকেন এক যুবক। তাঁর বিরুদ্ধে অজি ক্রিকেটারদের যৌন হয়রানি করারও অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার নারী দলের কাছ থেকে সেই বার্তা পেয়ে তড়িঘড়ি স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন নিরাপত্তার দায়িত্ব থাকা ড্যানি সিমন্স। আর তারপরই অভিযুক্ত আকিল নামক এক বাইক আরোহিকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনায় ক্রিকেটবিশ্বে কার্যত ধাক্কা খেল ভারতের ভাবমূর্তি!

দুই অজি ক্রিকেটারের শরীরে বাজেভাবে স্পর্শ করে যুবক

পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল থেকে ক্যাফের দিকে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারকে অনুসরণ করতে থাকেন আকিল খান নামক ওই বাইক আরোহি। বিদেশি ক্রিকেটাররা কিছুদূর যেতেই তাঁদের শরীরে বাজেভাবে স্পর্শ করেন ওই যুবক। তাঁরা বারণ করতেও সেটা শোনেননি, ওই অভিযুক্ত। এরপরই নিরাপত্তার দায়িত্বে থাকা ড্যানিকে SOS বার্তা পাঠান দুই মহিলা ক্রিকেটার।

রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা ড্যানি খবর পেয়ে তড়িঘড়ি স্থানীয় নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলে সাহায্যের জন্য একটি গাড়ি পাঠান। এদিকে, গোটা ঘটনা জানার পর ওই দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সাথে দেখা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার হিমানী মিশ্রা। সূত্রের খবর, তিনি ওই দুই মহিলা ক্রিকেটারের বয়ান রেকর্ড করেন এবং ভারতীয় ন্যায় সংহিতার 74 নম্বর ও 78 নম্বর ধারা অনুযায়ী এমআইজি থানায় একটি FIR দায়ের করান। জানা গিয়েছে, একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আকিল খানের পরিচয় জানার পরই তাঁর বয়ানের ভিত্তিতে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

অবশ্যই পড়ুন: ঘুঁচল অপবাদ! সিডনিতে ৪ উইকেট তুলে বড় কীর্তি গড়লেন হর্ষিত রানা

প্রসঙ্গত, চলতি মহিলা ওয়ানডে বিশ্বকাপে দাপট দেখিয়ে একের পর এক ম্যাচ পকেটে পুড়েছে অস্ট্রেলিয়া। সেই সূত্রেই বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অজিদের দল। এরই মাঝে ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্রীলতাহানির শিকার হতে হল অস্ট্রেলিয়ার মেয়েদের। যে ঘটনায় ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join