বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত রবিবার ছিল এশিয়া কাপের প্রথম ভারত-পাক মহারণ। তাতে অবশ্য জিতেছে সূর্যকুমার যাদবের দল। এ রবিবার ফের আরও একটা হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকবেন ক্রিকেটপ্রেমীরা। তবে তার আগেই তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে (Axar Patel Injury) নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। ESPN Cricinfo এর রিপোর্ট অনুযায়ী, মাথায় চোট থাকার কারণে আগামীকাল পাক দলের বিরুদ্ধে নাও খেলতে পারেন অক্ষর!
কীভাবে চোট পেলেন অক্ষর প্যাটেল?
শুক্রবার, আবুধাবিতে ওমানের বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই হামাদ মির্জার একটি শট অক্ষরের দিকে এগিয়ে আসে। এরপরই বলটি লুফে নিতে ঝাঁপান ভারতের তারকা অলরাউন্ড। তবে ক্যাচ হাত ফসকায় এবং মাটিতে পড়ে যান অক্ষর। চোট লাগে মাথায়। আর এরপর থেকেই পাকিস্তানের ম্যাচে ভারতীয় তারকার উপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। একাধিক রিপোর্ট অনুযায়ী, চোট থাকায় পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে বিশ্রামে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
#indvsoman | #AsiaCup2025 | #IndvsOmn
– Axar Patel got injured while taking a catch, got hurt on his head.
– Hope he is fine. pic.twitter.com/ty9bkgvLil— Kshitij (@Kshitij45__) September 19, 2025
সত্যিই কি রবিবারের ম্যাচে খেলবেন না অক্ষর?
ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেলের চোট প্রসঙ্গে টিম ইন্ডিয়ার বোলিং কোচ টি দিলীপ অবশ্য সমর্থকদের আশ্বস্ত করেছেন। ওমান ম্যাচের পর তিনি জানান, এই মুহূর্তে সব ঠিক আছে। অক্ষরকে নিয়ে ভারতীয় দলের কোচের এইটুকু বক্তব্যই যথেষ্ট। কিন্তু তাতেও আশ্বস্ত হতে পারছেন না সমর্থকরা। সকলের প্রশ্ন একটাই পাকিস্তানের বিরুদ্ধে রবিবার খেলবেন তো অক্ষর প্যাটেল? উত্তর পাওয়া যাবে সময় হলেই।
অক্ষর না খেললে বিকল্প কে?
ধরা যাক, মাথায় চোট নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আগামীকাল খেলছেন না অক্ষর। সে ক্ষেত্রে বিকল্প কে হবে সে প্রশ্নটা উঠবেই। সেই সূত্রে বলি, অক্ষর প্যাটেলের মতো একজন খেলোয়াড়ের বিকল্প ভারতীয় দলে খুজে পাওয়া যথেষ্ট কঠিন কাজ। দলের ভারসাম্য রক্ষার্থে তাঁর গুরুত্ব অপরিসীম। সে ক্ষেত্রে সোজাসুজি অলরাউন্ডার বিকল্প না হলেও কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর পাশাপাশি অভিষেক শর্মাকে দিয়েও স্পিন করাতে পারে টিম ম্যানেজমেন্ট। এছাড়া অতিরিক্ত একজন পেসারকে খেলাতে পারে টিম ইন্ডিয়া।
অবশ্যই পড়ুন: গোধরায় থানায় ভাঙচুর বিশেষ সম্প্রদায়ের! লাঠিচার্জ পুলিশের, জুনিগড়িতেও উত্তেজনা
উল্লেখ্য, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে অক্ষর যে খেলবেন না সেটা যেমন নিশ্চিত নয়, তেমনই তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কাজেই সবটাই নির্ভর করছে সময়ের উপর। তবে অক্ষর না খেললে প্রয়োজন বুঝে রিজার্ভ দলের রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দরদের দিকেও ঝুঁকতে পারে সূর্যদের ম্যানেজমেন্ট।