ভাগ্যের শিকে ছিঁড়ল না KKR-র রিটেন করা প্লেয়ারের

Published on:

kkr ramandeep singh

কলকাতাঃ ৩১ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাঁদের ৬ জন রিটেন করা প্লেয়ারদের নাম ঘোষণা করেছে। ওই ছয় জনের মধ্যে ৪ জন বরুণ চক্রবর্তী, রমণদীপ সিং, রিঙ্কু সিং ও হর্ষিত রানা দেশীয় প্লেয়ার। বাকি ২ জন সুনীল নরেন ও আন্দ্রে রাসেল হলেন বিদেশি তথা ওয়েস্টইন্ডিজের প্লেয়ার। IPL-র রিটেন তালিকা প্রকাশ করার পর ভারতীয় দল সাউথ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজে খেলতে নেমেছে। এর প্রথম ম্যাচ গতকালই খেলা হয়েছে। যেটি ভারতীয় দল হাসতে খেলতে জিতেও নিয়েছে। কিন্তু, ভাগ্য খারাপ KKR-র এক প্লেয়ারের।

WhatsApp Community Join Now

আসলে সাউথ আফ্রিকার সফরের জন্য ভারতীয় দলের যেই ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে, তাঁর মধ্যে KKR-র তিনজন রয়েছেন। তাঁরা হলেন বরুণ চক্রবর্তী, রমণদীপ সিং ও রিঙ্কু সিং। গতকাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই ৩ জনের মধ্যে মাত্র রিঙ্কু সিং ও বরুণ চক্রবর্তী খেলার সুযোগ পেয়েছেন। বাকি রইলেন রমণদীপ সিং, তিনি এবারও অভিষেকের সুযোগ পেলেন না।

রমণদীপ সিংয়ের IPL কেরিয়ার | Ramandeep Singh IPL Career |

২০২২ সালে IPL-এ অভিষেক হওয়া রমণদীপ সিংয়ের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে T20-এ মহালিগে আত্মপ্রকাশ ঘটে তাঁর। সেবার মাত্র ৫ ম্যাচই খেলেছিলেন তিনি। ৫ ম্যাচে মোট রান ছিল ৪৫। তাঁর মধ্যে সর্বোচ্চ রান ছিল অপরাজিত ১৪। ওই মরসুমে বল হাতেও জাদু দেখিয়েছিলেন তিনি। মুম্বইয়ের হয়ে ৫ ম্যাচে মাত্র ৬ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন তিনি। আর ওই ৬ ওভারে ৬ উইকেট তিলে নিয়েছিলেন।

এরপর ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স রমণদীপ সিংকে ২০ লাখ টাকা দিয়ে নিজের দলে করে নেয়। ২০২৪ এ কলকাতার হয়ে ১৪ ম্যাচেই খেলেছেন রমণদীপ। এই ১৪ ম্যাচে সর্বোচ্চ ৩৫ রানের সাথে মোট ১২৫ রান করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০১.৬১। তবে কলকাতার হয়ে তিনি বল করার সুযোগ পাননি।

কেন এত কম রান রমণদীপ সিংয়ের?

আসলে লোয়ার অর্ডারে ব্যাট করতে নামেন রমণদীপ। সেখানে তাঁর থেকে বেশি রানের আশা কোনও দলই করেনা। তাঁর থেকে যেটা আশা করা যায়, সেটি হল স্ট্রাইক রেট। আর সেটি পূরণও করেন রমণদীপ। এই কারণেই তাঁকে এবারও দলে রেখেছে KKR। তবে জাতীয় দলে অভিষেকের আশা তাঁর এখনও পূরণ হল না। পরের ম্যাচেও যে তাঁর অভিষেক হবে, তেমন কোনও সম্ভাবনা নেই।

সঙ্গে থাকুন ➥
X