বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান চরম সংঘাতের মাঝে শুক্রবার এক সপ্তাহের জন্য IPL স্থগিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের এক কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী ও সরকারের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে BCCI-র। তবে এই মুহূর্তে দেশে যা পরিস্থিতি তাতে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ একভাবে চালিয়ে নিয়ে যাওয়াটা ঠিক দেখায় না।
তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পরিস্থিতির দিকে নজর থাকবে, তবে আপাতত IPL স্থগিত করা হল! বোর্ডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। তবে IPL নিয়ে স্থগিতাদেশের মাঝে মন খারাপ করা খবর পেয়েছেন KKR ভক্তরা। ঠিক কী ঘটেছে?
KKR ভক্তদের জন্য খারাপ খবর!
কলকাতার হোম গ্রাউন্ড তথা ভারতীয় ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স নাইট সমর্থকদের আবেগের জায়গা। বোর্ডের সিদ্ধান্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রা স্থগিত হওয়ার সাথে সাথেই ইডেন নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটিতে কলকাতার গর্ব তথা ক্রিকেটের নন্দনকানন ইডেন স্টেডিয়াম থেকে IPL ব্র্যান্ডিং সরিয়ে নেওয়ার পর স্টেডিয়ামের দৃশ্য ধরা পড়েছে। যা দেখেই মনের ওজন বেড়েছে নাইট ভক্ত তথা কলকাতাবাসীর।
অবশ্যই পড়ুন: কলকাতাতেই হবে IPL-র অবশিষ্টাংশ! এই ম্যাচ দিয়েই শুরু দ্বিতীয় দফা! সিদ্ধান্ত BCCI-র
মূলত IPL 2025 স্থগিত হওয়ায় ইডেনে IPL ব্র্যান্ডিং বাতিল নিয়ে নানান গুঞ্জন ছড়াচ্ছে নেট দুনিয়ায়। যা একেবারে আবেগের বসে নিয়ে ফেলেছেন KKR সমর্থকরা। আসলে, সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে ইডেন গার্ডেন্সের সামনের অংশে IPL ব্র্যান্ডিং না দেখতে পেয়েই একপ্রকার ব্যথিত হয়েছেন কলকাতার ঘরের মানুষ ওরফে KKR ভক্তরা। যদিও ইডেন থেকে IPL ব্র্যান্ডিং পাকাপাকিভাবে বাতিল হওয়ার বিষয়টিকে উড়িয়ে দিচ্ছেন অনেকেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |