ভারতের কাছে হেরেও মান বাঁচল পাকিস্তান, বাংলাদেশের

Published on:

Bangladesh and Pakistan retain their honor despite losing to India in Champions Trophy 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভেস্তে গেল দুই হেরোর ম্যাচ! ভারতের কাছে পরাস্ত হয়েও সম্মান রক্ষা? আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy 2025) থেকে একপ্রকার বাদ পড়ে বৃহস্পতিবার নিয়ম রক্ষার লড়াইয়ে নামার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। তবে বৃষ্টির কারণে ভেস্তে যায় খেলা। যার জেরে রাওয়ালপিন্ডির ময়দানে উসকে গেল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মঙ্গলবারের স্মৃতি। হ্যাঁ, ম্যাচ পরিত্যক্ত হলেও 1টি করে পয়েন্ট পেয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হেরো দলে জুড়ল পয়েন্ট

আইসিসির নিয়ম রক্ষার্থে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল রিজওয়ান অ্যান্ড কোম্পানির। তবে সেই রাস্তায় কাঁটা হয়েছে বৃষ্টি। যার ফলে শেষবারের মতো মাঠে নামার স্বপ্ন অধরা থেকে গেছে দুই দলেরই। তবে ভারতের কাছে পরাস্ত দুই দলই চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসরে পরিতক্ত ম্যাচ নিয়েই 1 পয়েন্ট ঘরে তুলেছে। আর এই ঘটনাকে খানিকটা উপহাসের ছলে অনেকে বলছেন, ভারতের কাছে হেরেও সম্মান রক্ষা হলো পাকিস্তান ও বাংলাদেশের।

ঘরে ফিরেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নেবে বাংলাদেশ

বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলার বাঘেদের বিরুদ্ধে এ যাত্রায় মাঠে নামা না হলেও আগামী মে মাসে আক্রমণ শানাবে পাকিস্তান। এই মাসেই পাকিস্তানের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওপার বাংলার টাইগাররা। আর সেই ম্যাচকে সামনে রেখেই, চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছাটাই হয়ে এবার দেশে ফিরবে বাংলাদেশিরা। সূত্র অনুযায়ী, মে মাসের মহারণে পাকিস্তানে খেলতে যাবে ওপার বাংলার ছেলেরা। একইভাবে, জুলাই আগস্ট নাগাদ বাংলদেশে 3টি ওডিআই ও 3টি টি-টোয়েন্টি খেলতে আসবে পাকিস্তান।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতের কাছে লজ্জার পরাজয় দুই দলের

বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে পা রেখেই ভারতের মুখোমুখি হতে হয়েছিল বাংলার বাঘেদের। তবে প্রথম আসরেই রোহিত শর্মাদের কাছে নাকানি চোবানি খেয়েছে শান্ত দল। অন্যদিকে দীর্ঘ বীরত্ব দেখিয়ে ভারতের বিরুদ্ধে রবিবার মরুদেশের মাঠ দখল করেছিল পাকিস্তানের ছেলেরা। তবে মাঠে নামাই সার। কুলদীপদের সামনে গুঁড়িয়ে যায় রিজওয়ান অ্যান্ড কোম্পানি। তবে রোহিত বাহিনীর বিপক্ষে লজ্জার হারের পরও নিয়ম রক্ষার ম্যাচে এক প্রকার সম্মানের সাথে মাঠ ছেড়েছে দুই দলই!

অবশ্যই পড়ুন: অসুস্থ টিম ইন্ডিয়ার বিধ্বংসী ব্যাটার, বোলিং বিভাগকে শক্ত করতে ফিরছেন আরেক তারকা

শেষ চারে ভারত এবং নিউজিল্যান্ড

প্রথমে বাংলাদেশ এবং পরে পাকিস্তানকে হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা পোক্ত করেছে ভারতীয় দল। একই ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের ক্ষেত্রেও। বর্তমানে এই দুই দলই এ গ্রুপের প্রথম দুই স্থানে রয়েছে। তবে সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে গ্রুপ স্টেজের শেষ ম্যাচকে পাখির চোখ করে বসে রয়েছে দুই দলের ছেলেরাই। 2 মার্চ ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচের ওপর সেমিফাইনাল ভাগ্য নির্ভর না করলেও গ্রুপ শীর্ষে টিকে থাকার লড়াই ও সেমিফাইনালের জটিল সমীকরণ অনেক ক্ষেত্রেই নির্ভর করছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group