বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 ওয়ানডে বিশ্বকাপে আদৌ সুযোগ পাবে বাংলাদেশ দল (Bangladesh Cricket Team)? মেহেদি হাসান মিরাজদের পারফরমেন্স দেখে প্রশ্নটা উঠছে। ভাই পাকিস্তানের মতোই আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময় কাটাচ্ছে বাংলাদেশও। যার নতুন প্রমাণ মিলল শনিবারের আফগানিস্তান ম্যাচে। এদিন আফগানদের 191 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 109 রানে ধবলধোলাই হয়ে মাঠ ছাড়ে ওপার বাংলার ছেলেরা। 81 রানের বিরাট ব্যবধানে হারের পর বাংলাদেশ টাইগারদের বিশ্বকাপে জায়গা হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।
টি-টোয়েন্টি জিতেও ওয়ানডেতে শোচনীয় অবস্থা বাংলাদেশের
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই বল বুকে নিয়েই ওয়ানডে ক্রিকেটের মঞ্চে উপস্থিত হয়েছিল তারা। তবে আফগানিস্তানের বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই জোরালো ধাক্কা খেয়েছে মিরাজের বাংলাদেশ। ওয়ানডের প্রথম ম্যাচে হারের পর আশা ছিল হয়তো দ্বিতীয় ম্যাচে জয় তুলবে তারা। কিন্তু তেমনটা হল কই? শনিবারও আফগানিস্তানের বোলিং আক্রমণের সামনে ধুঁকতে দেখা গেল ওপার বাংলার টাইগারদের।
এদিন, প্রথমে ব্যাট করে 191 রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানিস্তান। রানের সংখ্যাটা দেখে মনে হয়েছিল হয়তো কিছুটা লড়াই করে জিতে যাবে বাংলাদেশ। তবে ম্যাচ শুরু হতেই বদলে গেল সেই ভাবনা। গতকাল বাংলাদেশ ব্যাট করতে নেমেই 99 রানে 5 উইকেট হারিয়ে কার্যত ভেঙে পড়েছিল। বলাই বাহুল্য, শনিবার একার হাতে বাংলাদেশ দলের 5 উইকেট ভাঙেন রশিদ খান। বাকিরাও ঝড়ের গতিতে উইকেট তুলতে থাকেন। যার জেরে 109 রানে অলআউট হয়ে সিরিজে, 0-2 ব্যবধানে পিছিয়ে ওপারের ছেলেরা।
বিশ্বকাপে ওঠার অঙ্ক জটিল হল বাংলাদেশের
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডের দ্বিতীয় ম্যাচে হারের পর 2027 ওয়ানডে বিশ্বকাপে জায়গা করাটা বাংলাদেশের জন্য একেবারে কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল। রিপোর্ট যা বলছে, দুই আয়োজক দেশের সাথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকায় থাকা প্রথম আট দল সরাসরি খেলার সুযোগ পাবে বিশ্বকাপে। বাকি দলগুলিকে খেলতে হবে বাছাই পর্বে।
অবশ্যই পড়ুন: কেন ঢুকতে দেওয়া হয়নি মহিলা সাংবাদিকদের? কারণ ব্যাখ্যা করল তালিবান, দিল প্রতিশ্রুতিও
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম বলছে, ICC র্যাঙ্কিংয়ে প্রথম নয়ে থাকা দলগুলি সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। আর এখানেই আটকে গিয়েছে বাংলাদেশ। বিগত ম্যাচগুলিতে খারাপ পারফরমেন্সের কারণে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকায় 10 নম্বর রয়েছে বাংলাদেশ দল। তাদের উপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। এই দুই দলের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর একটা সুযোগ ছিল ওপার বাংলার ছেলেদের কাছে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডের দ্বিতীয় ম্যাচ হেরে সেই সুযোগও ক্ষীণ হয়ে এসেছে।
যদিও এখানেও বাঁচার সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে সেই অঙ্ক যথেষ্ট কঠিন। বলে রাখি, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশকে যদি বিশ্বকাপে খেলতে হয় তবে হাতে থাকা বাকি 4 ম্যাচের 4টিতেই জিততে হবে তাদের। সেখানেই শেষ নয়, চার ম্যাচ জিতেও অপেক্ষা করতে হবে অন্যান্য দলের ফলাফলের জন্য। সব মিলিয়ে বলাই যায়, বাংলাদেশের বিশ্বকাপে ওঠা শুধু মুশকিলই নয়, কার্যত অসম্ভব! তবে সেই অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারলে, ইতিহাসের পাতায় অবশ্যই একটা জায়গা রাখবেন মিরাজরা।