২৫ মে থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক শেষ! বিরাট ঘোষণা বাংলাদেশের

Published on:

Bangladesh is ending cricket ties with Pakistan!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাসিনার পতনের পরই পাকিস্তানের সাথে মাখো-মাখো সম্পর্ক হয়েছে বাংলাদেশের (Bangladesh)। প্রতি মুহূর্তে উপকারী ভারতের উদ্দেশ্যে নানান প্ররোচনায় পা বাড়িয়ে ভাই ইসলামাবাদের কাছাকাছি পৌঁছেছে ঢাকা। তবে ভারত-পাকিস্তান সংঘর্ষ চরমে ওঠায় আচমকা হরিনাম জপ করছে বাংলাদেশ!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যাকে বলে একেবারে ভূতের মুখে রাম নাম! হ্যাঁ, বাংলাদেশ নাকি পাকিস্তানের সাথে আর সম্পর্ক রাখতে চায় না! এও আবার সম্ভব? সূত্র বলছে, 22 গজের ময়দানে পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করছে বাংলাদেশ। কিন্তু চোরে-চোরে মাসতুতো ভাইয়ের সম্পর্ক কি আদৌ ছিন্ন হবে? বেহায়া পড়শির কথায় বিশ্বাস নেই অনেকেরই।

পাকিস্তানের প্রতি আচমকা কঠোর হল বাংলাদেশ!

সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশ তলে তলে পাকিস্তানের সাথে নানান কুচুটে বুদ্ধি এঁটে গেছে, সেই পদ্মা পাড়ের দেশ নাকি সন্ত্রাসবাদের আশ্রয়দাতা পাকিস্তানের সাথে সম্পর্ক ভাঙবে! বিশ্বাস হয়? সূত্র বলছে, আচমকা পাকিস্তানের পাশ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ স্থগিত হওয়ায় সেদেশ থেকে ক্রিকেটারদের ফিরিয়ে আনার পর এবার নাকি পশ্চিম দিকের দেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাইছে না বাংলাদেশ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

25 মে-তেই হবে বড় ঘোষণা!

বর্তমানে ভারতের সাথে সংঘাতের কারণে বন্ধ পাকিস্তান সুপার লিগ। দুবাইয়ের মাটিতে টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করতে চেয়েও এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে প্রত্যাখ্যাত হয়েছে PCB । এহেন আবহে, আগামী 25 মে থেকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ শুরু হওয়ার কথা পাক ক্রিকেট দলের। তবে শোনা যাচ্ছে, বাংলাদেশ বেঁকে বাসায় আপাতত সেই সিরিজ হচ্ছে না।

সূত্র বলছে, দুই পড়শি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সংঘর্ষের কারণে পাকিস্তানে গিয়ে সিরিজ খেলতে চাইছে না বাংলাদেশ। ইতিমধ্যেই নাকি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ক্রিকেটারদের পাকিস্থানে পাঠানো হবে না! মূলত খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে পাক মুলুকে খেলোয়াড়দের পাঠাতে চাইছে না BCB।

অবশ্যই পড়ুন: টেস্ট অধিনায়ক হতে রাজি নই! বোর্ডের কথায় সোজাসাপটা অস্বীকার বুমরাহর

চরম ক্ষতি হবে পাকিস্তানের

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতের সাথে সংঘাত চরমে ওঠায় বন্ধ হয়েছে PSL। যার জেরে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার ওপর আবার বাংলাদেশ পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকার করছে! বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত পাকিস্তান সফরে না যায়, সেক্ষেত্রে PSL-এর পর আরও আর্থিক ক্ষতি গুনতে হবে পশ্চিম দিকের ক্রিকেট বোর্ডকে। বলা বাহুল্য, সূত্রের খবর যদি সত্যি হয়, সেক্ষেত্রে যুদ্ধের আবহে আপাতত পাকিস্তানের সাথে কোনও মতেই সিরিজ খেলবে না বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group