বিক্রম ব্যানার্জী, কলকাতা: অহংকারই পতনের মূল! সংযুক্ত আরব আমিরশাহীর কাছে সিরিজ হেরে প্রমাণ করে দেখাল বাংলাদেশের (Bangladesh) টাইগাররা, থুড়ি বিড়াল দল। প্রতিপক্ষের ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে হেরে দম্ভের মগডালে চড়ে বসেছিল বাংলাদেশ। আর সেই কারণেই সিরিজের দ্বিতীয় ম্যাচে মহম্মদ ওয়াসিমদের কাছে হারের পর নাক কাটে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের। তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুকে নিয়ে মাঠে নেমেছিল দাসের দল, কিন্তু শেষ পর্যন্ত ফের মুখ থুবড়ে পড়ল ওপার বাংলার ছেলেরা।
প্রতিপক্ষের সামনে নাকাল অবস্থা হয়েছিল বাংলাদেশের
বুধবার সংযুক্ত আরব আমিরশাহীর হোম গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে কোনও মতে 162 রান তুলেছিল ওপার বাংলার ছেলেরা। যদিও সেই রান তুলতেই উজার হয়ে যায়, প্রায় গোটা দল। এদিন আমিরশাহীর ভয়ঙ্কর বোলিং আক্রমণের সামনে একে একে খেই হারাচ্ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
বুধের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা কতটা, তা হারে হারে বুঝতে পেরেছেন দর্শক। কেননা, একেবারে প্রথম পর্বে 84 রানে 8 উইকেট হারিয়ে ফেলে লিটন বাহিনী। তবে পরবর্তীতে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করেও লাভ হয়নি।
ইনিংসের একেবারে শেষের দিকে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও জাকির আলিদের চেষ্টায় 20 ওভারের নির্ধারিত সময়ে কোনওমতে 162 রান তুলতে পেরেছিল বাংলাদেশ ক্রিকেট দল। বলে রাখি, গতকাল ওপেনার তানজিত হাসান মাত্র 18 বলে 40 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
অন্যদিকে জাকেরের ব্যাট থেকে 41 রানের যোগদান পেয়েছিল দল। তবে বাকি ব্যাটারদের লড়াইটা সে অর্থে দীর্ঘস্থায়ী হয়নি। অধিনায়ক হিসেবে লিটনের ব্যাট থেকে আসে মাত্র 14 রান। পরবর্তীতে বাংলাদেশের ঠিক করে দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়ে 19.1 ওভারেই প্রয়োজনের থেকে বেশি রান তুলে নেয় আরব আমিরশাহী।
অবশ্যই পড়ুন: ফের বিদেশে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ ভারতের!
এদিন চেষ্টা করেও শত্রু শিবিরের পথে কাঁটা হয়ে উঠতে পারেননি বাংলাদেশের তানজিম সাকিব, রিশাদ হোসেন, মেহেদি হাসানরা। যার জেরে বলা চলে, প্রতিপক্ষকে প্রথমদিকে হালকা ভাবে নিয়েই বিদেশের মাটিতে পরাজয় দেখল বাংলাদেশ, অন্যদিকে পদ্মা পাড়ের দলকে পরাস্ত করে ইতিহাস গড়ল UAE।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |