বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু প্রতিক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি (Champions Trophy 2025) টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী 19 ফেব্রুয়ারি থেকে। এই আসরের আয়োজক যেহেতু পাকিস্তান তাই তাদের দিয়েই মিনি বিশ্ব কাপের ফিতে কাটবে ICC। প্রথম ম্যাচে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের লড়াইয়ের পর দ্বিতীয় দিন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল।
এমতাবস্থায়, বেশ কিছু সংবাদমাধ্যম, বাংলাদেশ টাইগারদের সম্ভাব্য একাদশের রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে চোখ রাখলেই দেখা মিলছে বেশ কয়েকজন পরিচিত মুখের। তবে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণদেরও দলে সামিল করেছে ওপার বাংলার ম্যানেজমেন্ট। অভিজ্ঞ ও উদীয়মান খেলোয়াড়ের সংমিশ্রণে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরে নামবে পদ্মা পড়ের দল।
টপ অর্ডারের ওপর ভর করে ভারতকে চ্যালেঞ্জ বাংলাদেশের!
একাধিক সূত্র মারফত খবর, চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মূলত টপ অর্ডারের ওপর ভরসা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, টপ অর্ডারে ওপার বাংলার বেশ কয়েকজন তাবড় ক্রিকেটারকে হাজির করেছে BCB। কাজেই ভারতের বিরুদ্ধে ম্যাচের শুরুটা শক্ত হাতে করেই খেলার রাশ নিজেদের দিকে টেনে নেবে ওপার বাংলার ছেলেরা।
দুই তারকার অভাবে ধুঁকছে বাংলাদেশ!
চ্যাম্পিয়নস ট্রফির কথা উঠলেই বাংলাদেশ দলে যার নাম সবার প্রথমে আসে তিনি হলেন ওপার বাংলার ধুরন্ধর অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বর্তমানে তিনি দল থেকে বিচ্ছিন্ন। মূলত রাজনৈতিক উত্তেজনা ও অপ্রীতিকর পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ দল থেকে ছুটি নিয়েছেন তিনি। যার কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে তাঁকে কোনও ম্যাচেই পাবেনা বাংলাদেশ। সাকিবের পাশাপাশি চোটের কারণে ছিটকে গিয়েছেন লিটন দাস। বর্তমানে শরীরে জেঁকে বসা যন্ত্রণা নিয়ে দিন গুনছেন তিনি। তাই তাঁকেও মিনি বিশ্বকাপে কাছে পাচ্ছে না টাইগাররা।
আরও পড়ুনঃ চোট পেয়ে কাতরাচ্ছেন টিম ইন্ডিয়ার তুরুপের তাস! চ্যাম্পিয়নস ট্রফির আগে বিরাট ধাক্কা
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মফিজুর রহমান
শান্তদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |