অবস্থা খারাপ করে দেবে! হারের ভয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে না খেলার আর্জি

Published on:

Basit Ali Request To India Regarding Asia Cup 2025

বিক্রম ব্যানার্জী, ক্রিকেটের 22 গজে ভারতের কাছে পরাজয়টা এখন কার্যত অভ্যাস হিসেবেই দেখে পাকিস্তান! এমনিতেও আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময় কাটাচ্ছে তারা! সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের কাছে নাকের জলে চোখের জলে হয়ে এখন এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে আক্রমণ শনানোর অপেক্ষায় রয়েছে পাক দল!

এরই মাঝে, এশিয়া কাপ শুরুর আগেই ভারতের কাছে হারের ভয় ধরেছে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের মনে! সম্প্রতি, দ্য গেমপ্ল্যান ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলেছেন, ম্যাচ হলে ভারত পাকিস্তানের অবস্থা খারাপ করে দেবে। আমি প্রার্থনা করি যেন ভারত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলে!

হারের ভয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে খেলতে বারণ প্রাক্তন পাক তারকার!

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 202 রানে হারের পর মুখ লুকিয়েছে পাকিস্তান ক্রিকেট দল! আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অবস্থা যে কতটা শোচনীয়, তা হয়তো আলাদা করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই! আর ঠিক সেই আবহে, ভারতের কাছে পেটানি খাওয়ার ভয়ে বড় দাবি করে বসলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার।

সম্প্রতি, দ্য গেমপ্ল্যান ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে ওই প্রাক্তন পাক তারকাকে বলতে শোনা যায়, আমি প্রার্থনা করছি যাতে ভারত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলে। আসলে, ম্যাচ অনুষ্ঠিত হলে ভারত আমাদেরকে এত খারাপ ভাবে হারাবে যা আমরা কল্পনাও করতে পারব না! ঠিক এমন সুরেই কথা বলতে বলতে বাসিত বলেন, পাকিস্তান যদি আফগানিস্তানের কাছেও হেরে যায় তাতে কিছু যায় আসবে না।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তবে আর যাই হোক ভারতের কাছে হারলে চলবে না। ভারতের কাছে হারলে দেশবাসী পাগল হয়ে যাবে। আর সেই সব কারণেই এশিয়া কাপে ভারতের কাছে হারের আগেই একপ্রকার হার মেনে নিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি। এখন দেখার বাসিতের কথায় পাক দল কতটা মনোযোগী হয়!

অবশ্যই পড়ুন: তিরাঙ্গার সাথে সেলফি আপলোড করলে সার্টিফিকেট দেবে ভারত সরকার! কীভাবে পাবেন?

উল্লেখ্য 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরে ভারতের প্রথম ম্যাচ রয়েছে 10 আগস্ট। এদিন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। আর এর ঠিক পরই 14 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। তবে সেই ম্যাচ আদৌ গড়াবে কিনা তা দুই দলের প্লেয়াররা মাঠে না নামা পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না অনেকেই!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥