কৌশিক দত্ত, কলকাতাঃ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জলওয়া দেখাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ম্যাচে বিধ্বংসী রূপে দেখা গিয়েছে তাঁকে। তবে দারুণ পারফর্ম করলেও সেঞ্চুরি হাতছাড়া হয়েছে KKR ব্যাটারের। রাহানের বিধ্বংসী ব্যাটিংয়ের উপর ভর করে মুম্বই ২০ ওভারে পাহাড় প্রমাণ রান ২৩০ এর লক্ষ্যও পূরণ করে ফেলে। রাহানে নিজের ইনিংসে ৯ টি চার ও ৪ টি ছয় মেরেছে।
২৩০ রানের টার্গেটের ধাওয়া করতে নেমে মুম্বই দলের দুই ওপেবার পৃথ্বী শ ও অজিঙ্কা রাহানে বিধ্বংসী শুরু করেন। প্রথম উইকেটের পার্টনারশিপে তাঁরা ৫১ রান জোড়েন। পৃথ্বী ১৫ বলে ৩৪ করে আউট হয়ে যান। পৃথ্বী নিজের ইনিংসে ৪ টি চার ও ২ টি ছয় মেরেছিলেন। এরপর ব্যাট হাতে নামেন শ্রেয়স আইয়ার। তিনি মাত্র ১১ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ওদিকে মাটি কামড়ে পড়ে থাকেন অজিঙ্কা রাহানে।
অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন অজিঙ্কা রাহানে
টিম ইন্ডিয়ার T20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও এই ম্যাচে খেলেছেন। তবে তিনি নিজের পারফরমেন্সে সবাইকে হতাশ করেছেন। ৫ বলে মাত্র ৪ রান করেই আউট হয়ে যান সূর্যকুমার। কিন্তু রাহানে দমে থাকেননি। মাত্র ২৩ বলেই নিজের অর্ধশত রান পূরণ করেন তিনি। ৫০ করার পর আরও মারমুখী হন KKR-র সম্ভাব্য অধিনায়ক, মাত্র ৫৪ বলে ৯৫ রান করে আউট হন তিনি। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস হলেও, রাহানের এই বিধ্বংসী ব্যাটিং দেখে খুশি কলকাতার সমর্থকরা।
অন্ধ্র প্রদেশ দল প্রথম ব্যাটিং করে ২০ ওভারে মাত্র ৪ উইকেট খুইইয়ে ২২৯ রান করে। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী কেএস ভরত অন্ধ্রের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি মাত্র ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেন। ভরত অপরাজিত থাকলেও তাঁর শতরান পূরণ হয়নি। তবে রাহানে ছাড়াও মুম্বইয়ের জয়ের আরেক নায়ক হিসেবে উঠে আসেন সুর্যংশ শেদগে। মাত্র ৮ বলে ৩০ রান করে মুম্বইয়ের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ের সাথেই মুম্বই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নিয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |