১০ ওভারের মাদ্রাসা ক্রিকেট চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Published:

BCB Introduces Madrasa Cricket a new initiative in Bangladesh
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে চালু হচ্ছে মাদ্রাসা ক্রিকেট (BCB Introduces Madrasa Cricket)। ওপার বাংলার ক্রিকেট বোর্ডের নতুন সভাপতির দায়িত্ব পেতেই বড় সিদ্ধান্ত নিলেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের সংবাদমাধ্যম যুগান্তরের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি প্রথম দিনই অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বাংলাদেশ জুড়ে মাদ্রাসা ক্রিকেট চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

স্কুল, কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও শুরু হবে ক্রিকেট

সম্প্রতি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল জানিয়েছেন, ‘এডুকেশনাল ইনস্টিটিউটে ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে পারলেই আর চিন্তা নেই, মাদ্রাসা তারই একটা অংশ।’ এদিন বিসিবি প্রধান আরও বলেন, ‘স্কুলের ক্রিকেটে যখন ক্লাস ফোরের ছেলেদের সাথে ক্লাস টেনের ছেলেরা খেলে তখন বেশ অসামঞ্জস্য লাগে। তাই এবার থেকে আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ কলেজ এবং ইউনিভার্সিটি সহ সব জায়গায় ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

কিন্তু কেন এমন পদক্ষেপ? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি স্পষ্ট জানান, ‘বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসায় লাখ লাখ ছাত্র পড়াশোনা করেন। সেখানে ক্রিকেটটাকে ঢুকিয়ে দেওয়া গেলে তাদের মধ্য থেকে কয়েকজন ভাল খেলোয়াড় যদি দলে আসে তাহলেই অনেক। সেই উদ্দেশ্যেই আমরা এই ব্যবস্থা করছি।’

বুলবুল মনে করেন, ‘বর্তমানে বাংলাদেশের সকলেই ক্রিকেট খেলতে চায়। ক্রিকেটটা সকলের মধ্যেই ছড়িয়ে দেওয়া উচিত। সব সেক্টরের লোক ক্রিকেট খেলুক এটাই প্রত্যাশা হওয়া উচিত। মাদ্রাসা যেহেতু বাংলাদেশের মধ্যেই পড়ে তাহলে ক্রিকেট থেকে তারা বাদ পড়বে কেন?’

অবশ্যই পড়ুন: আফগান সীমান্তে পাকিস্তানি সেনার কনভয়ে হামলা! মৃত ১১, দায় নিল TTP

উল্লেখ্য, মাদ্রাসার ছাত্রদের ঠিক কোন সংস্করণে ক্রিকেট খেলতে হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শোনা যাচ্ছিল, টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হতে পারে মাদ্রাসার ক্রিকেট। তবে প্রাথমিকভাবে 10 ওভারের ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join