হার থেকে শিক্ষা, পুণের কালো পিচে জাদু দেখাবে সুন্দর, নিউজিল্যান্ডকে হারাতে বড় বদল BCCI-র

Published on:

india vs nz pune test

প্রীতম সাঁতরা, কলকাতাঃ ভারত ও নিউজিল্যান্ডের (India vs New Zealand Test Series) মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বিসিসিআই (BCCI)। এখন প্রথম ম্যাচে হারের পর বড় সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় ম্যাচের জন্য দলে পরিবর্তন এনেছে বিসিসিআই। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) দলে নিয়েছে টিম ইন্ডিয়া।

ওয়াশিংটন সুন্দরকে জাতীয় শিবিরে ডেকে নেওয়া হলেও আর কোনো খেলোয়াড়কে নিয়ে আপাতত কোনো আপডেট পাওয়া যায়নি। সিরিজের বাকি দুই ম্যাচে নিজেদের স্পিন ইউনিটকে আরও শক্তিশালী করেছে ভারতীয় দল। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে পুনেতে এবং তৃতীয় ম্যাচ হবে মুম্বইয়ে।

কিছু রিপোর্ট অনুযায়ী, মনে করা হচ্ছে পুণের টেস্টটি কালো মাটি দিয়ে তৈরি উইকেটে খেলা হবে। যেখানে স্পিন বোলারদের আধিপত্য বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। সেই কারণেই সুন্দরকে এই সিরিজের বাকি দুই ম্যাচের স্কোয়াডে জায়গা করে দিয়েছে বিসিসিআই। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ভারতীয় দলের হয়ে টেস্ট খেলেছিলেন সুন্দর।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টিম ইন্ডিয়াকে ৮ উইকেটে পরাজিত করে ঐতিহাসিক জয়লাভ করেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৬ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এরপর নিউজিল্যান্ড তোলে ৪০২ রান। দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করে দারুণ প্রত্যাবর্তন করে ভারতীয় দল। জয়ের জন্য ১০৭ রানের টার্গেট ছিল নিউজিল্যান্ড দলের সামনে। পঞ্চম দিনে খুব সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান অর্জন করে নিউজিল্যান্ড। সেই তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কিউই দল।

আরও পড়ুনঃ হল না শেষ রক্ষা, ভারতকে হারিয়ে WTC Point Table-এ বড় রদবদল ঘটাল নিউজিল্যান্ড

সম্প্রতি রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে দারুণ পারফর্ম্যান্স করেছে ওয়াসিংটন সুন্দর। তামিলনাড়ুর হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৬৯ বলে ১৫২ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৯টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি রয়েছে তাঁর ইনিংসে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥