বাদ শামি, ৮ বছর পর টিম ইন্ডিয়ায় ধোনির সতীর্থ! ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা BCCI-র

Published on:

BCCI announces 18-member Indian Test squad against England

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার অবসান। ঘোষিত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ভারতীয় দল (Indian Test Squad)। রোহিত-বিরাট জামানার অবসানের পর, জাতীয় দলের টেস্ট সফর নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। প্রশ্ন উঠছিল, রোহিত নেই, এবার কাকে লাল বলের দায়িত্ব দেবে বোর্ড? প্রসঙ্গ উঠলেও তার উত্তর ছিল অনেকের কাছেই। অনেকেই বুঝে গিয়েছিলেন সম্ভাবনাতেই পড়বে সিলমোহর।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমন গিল! শনিবার সেই সম্ভবনাই কাটায় কাটায় মিলে গেল। অধিনায়ক হিসেবে দায়িত্ব গিয়ে পড়ল শুভমনের কাঁধেই। অন্যদিকে সহ অধিনায়ক হিসেবে ঋষভ পন্থকেই বেছে নিল BCCI। কেমন হল ভারতের ইংল্যান্ড সফরের গোটা টেস্ট দল? জেনে নিন বাকিদের খবর।

স্কোয়াডে বাংলার ছেলে অভিমন্যু

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এ দলে জায়গা পেয়েছিলেন বাঙালি ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। এবার সকলকে চমকে দিয়ে ইংলিশদের বিরুদ্ধে ভারতের প্রধান স্কোয়াডে জায়গা করে নিলেন বঙ্গ তরুণ অভিমন্যু। বাংলার হয়ে বারংবার নিজের জাত চিনিয়েছিলেন তিনি। সেই সূত্র ধরেই এবার জাতীয় দলের প্রধান স্কোয়াডে ঠাঁই হল তাঁর।

ওপেনিং জুটি

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত দলে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল। ফলত, অধিনায়ক শুভমনের সাথে তাঁর ওপেনিংয়ের সম্ভাবনা প্রবল। যদিও সূত্র বলছে, যশস্বী ছাড়াও বাংলার ছেলে অভিমন্যু অথবা সাই সুদর্শনকেও ইংলিশদের বিরুদ্ধে ইনিংস শুরুর দায়িত্ব দিতে পারে ম্যানেজমেন্ট।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বাকি প্লেয়ারদের অবস্থান

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ঘোষিত ইংল্যান্ড সিরিজের প্রধান স্কোয়াডের চতুর্থ স্থানে রয়েছে কে এল রাহুলের নাম, তারপরই রয়েছেন সহ অধিনায়ক ঋষভ পন্থ, সূত্র বলছে, চতুর্থ বা পঞ্চম স্থানে খেলতে পারেন সাই সুদর্শন, এরপরই একে একে রয়েছে নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজার নাম। মনে করা হচ্ছে, পিচ বুঝে স্কোয়াড থেকে প্রথম একাদশে জায়গা হতে পারে ওয়াশিংটন সুন্দর বা করুন নায়ারের।

সেই সূত্রে বলে রাখি, দীর্ঘ 8 বছরের অপেক্ষা কাটিয়ে অবশেষে জাতীয় দলের ফের সুযোগ পেয়েছেন করুন নায়ার। শেষবারের মতো 2017 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরমশালায় টিম ইন্ডিয়ার জার্সি গায়ে খেলেছিলেন করুন। একদা ধোনির অধিনায়কত্বে খেলা নায়ার টিম ইন্ডিয়া থেকে মুছেই গেছিলেন। অবশেষ 2025 সালে ইংল্যান্ড সিরিজ উপলক্ষ্যে টেস্ট দলে ফিরলেন তিনি। বাকি প্লেয়ারদের নাম নিচের তালিকা থেকে দেখে নিন।

জায়গা হল না মহম্মদ শামির

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রাক্কালে ভারতের তারকা পেসার মহম্মদ শামিকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সম্প্রতি বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন, তাঁকে প্রথম পছন্দ হিসেবে একেবারেই ভাবছে না বোর্ড। কারণ হিসেবে ওই ব্যক্তি উল্লেখ করেন, রান আপের সমস্যায় ভুগছেন শামি, বল উইকেট পর্যন্ত পৌঁছচ্ছে না। এছাড়াও শারীরিকভাবে পুরোপুরি ফিট নন তিনি। তার ওপর বাড়তি পাওনা হিসেবে চোটের সমস্যা তো রয়েছেই। সব মিলিয়ে, খেলোয়াড়ের পারফরমেন্স ও একাধিক সমস্যাকে সামনে রেখে শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ রাখা হল শামিকে।

অবশ্যই পড়ুন: জাতীয় দলের এই ৩ তুখড় ফুটবলারকে সই করিয়ে নিতে চাইছে মোহনবাগান

এক নজরে ঘোষিত ভারতীয় স্কোয়াড

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক)
যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, কে এল রাহুল, করুণ নায়ার, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, জসপ্রীত বুমরাহ
মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং, শার্দূল ঠাকুর ও কুলদীপ যাদব।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥