Dream11 বা Apollo Tyres নয়, BCCI-র সবচেয়ে বড় স্পনসর ছিল এই সংস্থা

Published on:

BCCI Biggest Sponsor For Team India JerseY

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকার অনলাইন গেমিং বিল পাস করায় Dream11 এর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগেই বোঝা গিয়েছিল যে, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের নতুন স্পনসর খুঁজতে বেশি সময় লাগবে না। তাই তো, Dream11 চলে যাওয়ার পর বোর্ডের সাথে গাঁটছড়া বাঁধতে আগ্রহ দেখায় একাধিক সংস্থা। যদিও শেষ পর্যন্ত 21 দিনের মাথায় দেশীয় সংস্থা অ্যাপোলো টায়ার্সকেই স্পনসর বানালো BCCI। সেই মতোই, টিম ইন্ডিয়ার প্রতি ম্যাচ পিছু মোটা টাকা ঢালবে এই সংস্থা।

তবে অনেকেই হয়তো জানেন না, এমন একটি সংস্থা রয়েছে যারা স্পনসর (BCCI Biggest Sponsor) হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সবচেয়ে বেশি অর্থ দিয়েছে। বাইজুস হোক কিংবা Dream11 এমনকি আজকের অ্যাপোলো টায়ার্স কেউই আজ পর্যন্ত বোর্ডকে এত টাকা অফার করেনি। শুধু তাই নয়, Dream11 এবং অ্যাপোলো সংস্থার অর্থ একসাথে মিলিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের 2017 সালের স্পনসর সংস্থার চুক্তির অর্থ ছোঁয়া যাবে না।

অবশ্যই পড়ুন: পুজোর আগে হচ্ছে না ক্ষুদিরাম মেট্রোর ক্রসওভার! বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের

এই সংস্থা BCCI-কে সবচেয়ে বেশি অর্থ দিয়েছে

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, 2027 সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট জার্সির স্পনসর থাকবে অ্যাপোলো টায়ার্স। আর এই দীর্ঘ সময়ের মধ্যে টিম ইন্ডিয়া কমবেশি 130টি ম্যাচ খেলবে। জানা গিয়েছে, স্পনসর হিসেবে প্রতিটি ম্যাচের জন্য অ্যাপোলোর কাছ থেকে 4 কোটি 50 লক্ষ টাকা পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সূত্রেই 579 কোটির চুক্তি করেছে সংস্থাটি। এর আগে Dream11 এর সাথেও 358 কোটি টাকার চুক্তি ছিল বোর্ডের। সেই অনুযায়ী, প্রতি ম্যাচ বাবদ বোর্ডকে 4 কোটি টাকা দিত Dream11।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্পনসর সম্পর্কে কজন ওয়াকিবহাল? ESPN Cricinfo-র রিপোর্ট অনুযায়ী, আজ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের ইতিহাসে টিম ইন্ডিয়া জার্সির সবচেয়ে বড় স্পনসর ছিল ওপো। 2017 সাল থেকে 2019 সাল পর্যন্ত চুক্তির ভিত্তিতে BCCI-কে 1,079 কোটি টাকা দিয়েছে এই সংস্থা। জানা যায়, ফের আরও একবার ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পনসর হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল ওপো। তবে শেষ পর্যন্ত দেশীয় সংস্থাতেই ভরসা রাখল BCCI।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥