অস্ট্রেলিয়া সফর শেষ হলেই রোহিত, গম্ভীরের উপর কড়া পদক্ষেপ নেবে BCCI

Published on:

rohit gambhir bcci

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বর্ডার গাভাস্কার টেস্টে রোহিত শর্মাদের দুরবস্থা বিগত নিউজিল্যান্ড টেস্টের স্মৃতি উসকে দিচ্ছে। ল্যাথাম বাহিনীর বিরুদ্ধে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ভারতের সম্মান রক্ষার লড়াইটাও স্মরণ করিয়েছে মেলবোর্ন টেস্টের পরাজয়। পরিস্থিতি যখন এমন, ঠিক সেই সময়ে দলের ভরসার কাঁধ অধিনায়ক রোহিতের ব্যাটে নেই রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়েছে শর্মার পারফরমেন্স।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভারতীয় মহাতারকার ব্যর্থতার বৃত্ত যে হারে বাড়ছে তাতে নিউজিল্যান্ডের চুনকাম সিরিজের পর যে আবারও রোহিতের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠবে একথা জানাই ছিল। তবে অস্ট্রেলিয়ার মাটিতে শর্মার দুরবস্থা তাঁর প্রশ্নের মুখে দাঁড়ানো কেরিয়ারে অবসরের প্রসঙ্গও জুড়ে দিয়েছে। রোহিতের পাশাপাশি প্রশ্ন উঠছে বিরাট কোহলি ও প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়েও।

BCCI-র কাঠগড়ায় রোহিত-গম্ভীর!

বেশকিছু সূত্র মারফত খবর, অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার টেস্ট শেষ হলেই বিসিসিআইয়ের (Board of Control for Cricket in India) প্রশ্নের মুখোমুখি হতে হবে অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ গৌতম গম্ভীরকে। জানা যাচ্ছে, ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকার বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। কামিন্স বাহিনীর বিরুদ্ধে রোহিতদের টেস্ট সিরিজ শেষ হলেই রোহিতের অধিনায়কত্ব নিয়ে আলোচনায় বসবেন তিনি। সেই সাথে গম্ভীরের কোচিংয়ে অস্ট্রেলিয়ায় ভারতের এমন দুর্দিন কেন এলো, সেই প্রশ্নের জবাবও তৈরি রাখতে হবে গৌতমকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সমালোচনার শিখরে রোহিত শর্মা

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের পর থেকেই ছন্দপতন ঘটেছে রোহিতের ফর্মে। শত্রুপক্ষকে নিজস্ব অস্ত্রে ঘায়েল করতে বারংবার মুখ থুবড়ে পড়েছেন শর্মা। আর এর পর থেকেই সমালোচনাবিদ্ধ হচ্ছেন হিটম্যান। পরিস্থিতি এমন যে, ভারতীয় তারকার নামের আগে হিটম্যান শব্দবন্ধটি ব্যবহার তো দূর, তা শুনলেই তেলেবেগুনে জ্বলে উঠছেন অনেকে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের পর নিজের ব্যর্থতার পরিধিকে আরও বাড়িয়েছেন রোহিত।

যেই দৃশ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বর্ডার গাভাস্কার টেস্টের বিগত ম্যাচগুলি। আশ্চর্যের হলেও, অজি বাহিনীর বিরুদ্ধে গত 5 ইনিংসে মাত্র 31 রান এসেছে বিরাট সতীর্থর ব্যাট থেকে। যদিও মেলবোর্নের মাটিতে পরাজয়ের পর নিজের ছন্দ পতনের কথা স্বীকার করেছেন খোদ রোহিত। এদিন পরাজয়ের চিনচিনে ব্যথা বুকে নিয়ে রোহিত বলেন, ব্যাটসম্যান হিসেবে নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি। হ্যাঁ, কোনও কিছুই ঠিক মতো হচ্ছে না। দলের হয়ে খেলতে নেমে ভাল পারফরমেন্স করতে না পারাটা সত্যিই দুর্ভাগ্যের। ফর্মে থাকতে সবাই চায়, কিন্তু তা হচ্ছে না বলেই যথেষ্ট হতাশ হয়েছি।

রোহিতের অধিনায়কত্ব চান না ভক্তরা!

প্রধান কোচ গম্ভীরের দেখানো পথে নিজের মতো হাঁটতে চেয়েছিলেন অধিনায়ক রোহিত। যার জেরে গত নিউজিল্যান্ড টেস্টে ল্যাথাম বাহিনীর কাছে পরাস্ত হয়ে লজ্জার ইতিহাস তৈরি করেছিল ভারত। আর এই সম্মান রক্ষার লড়াইয়ে ভারতের পিছিয়ে যাওয়ার দায়ভার পুরোটাই গিয়ে পড়ে অধিনায়ক রোহিতের দুর্বল কাঁধে। আর এই ঘটনার পর থেকেই ভক্তদের হৃদয়ে রোহিতের জায়গা কমেছে। কমেছে হিটম্যানকে নিয়ে অসাধ্য সাধনের প্রত্যাশাও। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়া টেস্টেও রোহিতের দুর্বলতা আলগা হয়ে যাওয়ায় ভারতের দক্ষ নেতার তালিকা থেকে বাদ পড়ার সময় হয়ে এসেছে শর্মার। এমনটাই মনে করছেন রোহিতকে হিটম্যান বানানো ভক্তরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group