Indiahood-nabobarsho

রোহিতের টেস্ট অধ্যায় শেষ হতেই বিকল্প অধিনায়ক খুঁজে নিল BCCI!

Published on:

Team India, Test Cricket, Test Captain, BCCI, Indian Cricket Team, Rohit Sharma, Shubman Gill,

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টিম ইন্ডিয়ায় (Team India) টেস্ট অধ্যায় শেষ হয়েছে রোহিত শর্মার। বুধবার সন্ধ্যায় নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ টেস্ট থেকে অবসর নিয়েছেন হিটম্যান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি স্টোরি পোস্ট করে অবসরের কথা জানিয়েছেন রোহিত। শর্মার অবসরের পর এবার লাল বলের ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে? প্রশ্ন উঠছে নানা মহলে। তবে সূত্র যা বলছে, রোহিতের অবসরের আশঙ্কা মাথায় রেখেই নাকি আগে থেকেই বিকল্প অধিনায়ক খুঁজে রেখেছিল BCCI!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রোহিত শর্মার বিকল্প কে?

প্রায় ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ। আগামী, 20 জুন থেকে ইংলিশদের বিপক্ষে সেই যাত্রা শুরু হবে বিরাট কোহলিদের। এমতাবস্থায়, ইংল্যান্ড সফরের প্রাক্কালে নিজের টেস্ট ক্রিকেটে ইতি টেনেছেন রোহিত শর্মা। কাজেই চলতি মাস শেষ হওয়ার আগেই বিকল্প অধিনায়ক খুঁজে রাখতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। যদিও সূত্র বলছে, রোহিতের বিকল্প নাকি আগেই পেয়ে গিয়েছিল BCCI! তাহলে কাকে টেস্টের দায়িত্ব দিচ্ছে বোর্ড?

গত বর্ডার গাভাস্কার ট্রফিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। তবে চোট যন্ত্রণায় কাহিল হলেও বুমরাহর নেতৃত্বের ম্যাচেই অজিদের বিপক্ষে জয় পেয়েছিল ভারত। অনেকেই মনে করছিলেন, রোহিতের পর আপাতত টেস্ট দলের অধিনায়ক হিসেবে জসপ্রীতকেই দায়িত্ব দেবে বোর্ড। তবে সূত্র বলছে, সেই আশা পূরণ হবে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চোটের কারণে আপাতত আর নতুন করে বুমরাহকে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে না। তাহলে কাকে অধিনায়ক করবে বোর্ড? খোঁজ নিয়ে জানা গেল, ভারতীয় দলের অন্যতম সেরা ওপেনার শুভমন গিলকে রোহিত শর্মার যোগ্য বিকল্প অধিনায়ক হিসেবে ভাবছে BCCI। সূত্রের খবর যদি সত্যি হয়, সেক্ষেত্রে আসন্ন জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিবেন তিনিই।

নির্বাচন কমিটির সাথে আলোচনার পরই চূড়ান্ত হবে সিদ্ধান্ত

বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, নির্বাচন কমিটি তথা টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক অজিত আগরকর ও বোর্ডের অন্যান্য আধিকারিকদের সাথে আলোচনার পরই শুভমন গিল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। জানা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের হাত ধরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পা বাড়াবে ভারত, তাই বোর্ড চাইছে এমন কাউকে অধিনায়ক করতে যিনি ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের পাশাপাশি আগামী দিনেও ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন।

এ প্রসঙ্গে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, আমরা এমন একজনকে চাইছি যিনি প্রতিটি ম্যাচ খেলতে পারবেন। শুভমন বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাতকে নেতৃত্ব দিচ্ছে। ওর অধিনায়কত্বে ভাল ছন্দে রয়েছে GT। আমি মনে করি, আগামী দিনে ও ভারতীয় দলকে আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারবে।

অবশ্যই পড়ুন: নজর ছিল ইস্টবেঙ্গল, মোহনবাগানের! অবশেষে বড় সিদ্ধান্ত নিলেন মনিপুরী ফুটবলার

উল্লেখ্য, ভারতীয় দলের জার্সি গায়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে টেস্টে নিজেকে সে অর্থে প্রমাণ করতে পারেননি গিল। কেননা, সেরা টেস্ট পারফরমেন্স এসেছে শুধুই উপমহাদেশে। তবে বিদেশে, তার সবচেয়ে সেরা সিরিজ ছিল 2021-22 সালের বর্ডার গাভাস্কার ট্রফি। বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞের দাবি, অধিনায়কের দায়িত্ব এলে নিজের সর্বস্ব দিয়ে দলকে ট্রফি জেতানোর চেষ্টা করবেন শুভমন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group