বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোট যন্ত্রণায় বিশ্রামে থাকা সত্ত্বেও জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) রেখেই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে BCCI। তবে এই মুহূর্তে তাঁকে নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী নয় BCCI। চোট কাটিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এহেন আবহে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 3 ওয়ানডে সিরিজের জন্য জসপ্রীতের বিকল্প হিসেবে KKR তারকা হর্ষিত রানাকে দলে রেখেছে ভারতীয় সিলেকশন কমিটি। তবে রানাকে শেষ বিকল্প হিসেবে রাখলেও ইংলিশ বাহিনীর বিরুদ্ধে 3 ওয়ানডে সিরিজের অন্তত 2টিতে বুমরাহকে নামানোর আপ্রাণ চেষ্টা করবে BCCI।
আদৌ ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামা হবে হর্ষিতের?
গত বর্ডার গাভাস্কার সিরিজের শেষ টেস্টে পিঠের চোটের কারণে স্টেডিয়াম ছাড়তে হয়েছিল বুমরাহকে। প্রাথমিকভাবে চোটের ধরণ না জানা গেলেও পরবর্তীতে স্ক্যান করার পর ধরা পড়ে ভারতীয় পেসারের ব্যাক ইঞ্জুরি। এরপরই বুমরাহকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এহেন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 3 ওয়ানডে সিরিজে তাঁর উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।
চিকিৎসকদের পরামর্শে টানা 5 সপ্তাহ বিশ্রামের পর আগামী ফেব্রুয়ারিতে আরও এক দফা স্ক্যান করার পরই পরিষ্কার হবে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই ম্যাচে তাঁর থাকাটা। আর ঠিক সেই মোক্ষম সময়ে বিপদ এড়াতে বুমরাহর বিকল্প হিসেবে ইংল্যান্ডের আসন্ন ওয়ানডে সিরিজের জন্য হর্ষিত রানাকে দলে রেখেছে ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে, বুমরাহ যদি পুরোপুরি ফিট হয়ে দলে ফিরতে না পারেন সে ক্ষেত্রে 6 ফেব্রুয়ারি ইংলিশ বাহিনীর বিরুদ্ধে মাঠে নামবেন রানা।
মহম্মদ সিরাজকে ছাঁটাই করে বিকল্প বেঁছে নিয়েছে ভারত!
চোটগ্রস্ত বুমরাহ, তাই পেস আক্রমণ চাঙ্গা করতে বাড়তি ঝক্কি পোয়াতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডেতে জসপ্রীতের উপস্থিতি একেবারেই নিশ্চিত নয়। এমন দুঃসময়ে মহম্মদ সিরাজের মতো একজন দক্ষ বোলারকে বাদ দিয়ে আর্শদীপ সিংকে দলে রেখেছে ম্যানেজমেন্ট। মূলত ভারতীয় তরুণের ডেথ ওভারের দক্ষতা ও দুরন্ত উইকেট তোলার প্রতিভাকে সমর্থন জানিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সম্ভবত সিরাজের বিকল্প হিসেবে তাঁকে গুরুত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বুমরাহকে নিয়ে বড় আপডেট আসতে পারে 9 ফেব্রুয়ারি!
আগামী 6 ফেব্রুয়ারি ভারতের ঘরের মাঠে রোহিতদের বিরুদ্ধে আক্রমণ শনাবে জস বাটলারের দল। তবে এই সিরিজে বুমরাহর উপস্থিতি একেবারেই পরিষ্কার নয়। ভারতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এবং জাতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা দুজনেই জানিয়েছেন, আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বুমরাহ অংশগ্রহণ করবেন কি না তা এখনও পরিষ্কার নয়।
চোট কাটিয়ে মাঠে ফেরা তাঁর কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে বলে মনে করা হচ্ছে। এহেন আবহে কানে আসছে নতুন খবর। জানা যাচ্ছে, আগামী 9 ফেব্রুয়ারি, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের সময় জসপ্রীতকে নিয়ে বড়সড় আপডেট দিতে পারে বোর্ড। ফলত, সেই সূত্র ধরেই 13 ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির ঘোষিত দল পরিবর্তন করার সুযোগ পাবে টিম ইন্ডিয়া।
অবশ্যই পড়ুন: ‘বাগদান হয়নি’, রিঙ্কুর সঙ্গে মেয়ের বিয়ের গুঞ্জনের আসল সত্যি ফাঁস করলেন প্রিয়ার বাবা
চ্যাম্পিয়নস ট্রফি ও ইংল্যান্ড ওয়ানডে সিরিজের জন্য ভারতের ঘোষিত দল
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমন গিল (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা। উল্লেখ্য, বুমরাহর ফিটনেস সমস্যার কথা মাথায় রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বিকল্প হিসেবে রাখা হয়েছে হর্ষিত রানাকে।