ঠিক হয়ে গেল IPL মেগা নিলামের নিয়মকানুন, BCCI-র সিদ্ধান্তে বিরাট সমস্যায় মুম্বই ইন্ডিয়ান্স

Published on:

rohit hardik mi

দেবপ্রসাদ মুখার্জী: IPL-2025 মেগা নিলামের আগে প্রতিটি দলকে সর্বাধিক পাঁচজন খেলোয়াড় রিটেন করার অনুমতি দেওয়ার পরিকল্পনা করেছে BCCI। সম্প্রতি IPL-এর ১০টি দলের মালিকদের সঙ্গে বৈঠক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যেখানে বেশিরভাগ দলই পাঁচ থেকে ছয়জন খেলোয়াড় রিটেন করার প্রস্তাব দিয়েছে। তাঁদের মতে, এতে দলগুলির ধারাবাহিকতা বজায় থাকবে এবং খেলোয়াড়দের ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালুও অক্ষুণ্ণ থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, BCCI মালিকদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি দল সর্বাধিক পাঁচজন খেলোয়াড় রিটেন করতে পারবে। এর ফলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু ঠিক থাকবে, কারণ তারকা খেলোয়াড়দের নিজস্ব ভ্যালু সহ দলের বাজারদর বৃদ্ধি করতে সাহায্য করে।

মেগা নিলামের রিটেন তালিকা তৈরির নিয়ম

এই পাঁচজনের মধ্যে কতজন ভারতীয় এবং কতজন বিদেশি খেলোয়াড় রিটেন করা যাবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। এর আগে ২০২২ সালের মেগা নিলামের সময় প্রতিটি দল চারজন খেলোয়াড় রিটেন করতে পেরেছিল, যেখানে সর্বাধিক তিনজন ভারতীয় এবং দু’জন বিদেশি খেলোয়াড়কে রিটেন করার অনুমতি ছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

‘রাইট-টু-ম্যাচ’ নিয়ম তুলে দেওয়া হচ্ছে

এবারের নিলামে ‘রাইট টু ম্যাচ’ বা RTM কার্ড থাকছে না। এই নিয়মটি আগে ফ্র্যাঞ্চাইজিগুলিকে রিটেন না করা খেলোয়াড়দের পুনরায় দলে নেওয়ার সুযোগ দিত। যেহেতু সরাসরি রিটেনড খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হচ্ছে, তাই RTM কার্ড ফিরিয়ে আনার কোনো প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে।

মেগা নিলামের আগে সমস্যায় পড়বে মুম্বই ইন্ডিয়ান্স

২০২৫ সালের IPL-এর আগে মেগা নিলামের বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। মুম্বই ইন্ডিয়ান্স সহ বেশ কয়েকটি দল চাইছে মেগা নিলাম পিছিয়ে দেওয়া হোক। কারণ মাত্র ৫ জনের রিটেইন তালিকা তৈরী করতে বেগ পেতে হবে মুম্বই শিবিরকে। এমনিতেই বিগত কয়েক বছর ধরেই এই দল কোর প্লেয়ারদের ধরে রেখেছে। তবে এবার এই তালিকা কিভাবে তাঁরা তৈরি করে, সেটাই দেখার বিষয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group