কর্মীদের দৈনিক ভাতায় কোপ, টাকা পাবেন না এরা! হঠাৎ কেন কড়া হল BCCI?

Published:

BCCI decides to reduce daily allowance of employees
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের কর্মীদের বড় ধাক্কা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড! জানা যাচ্ছে, কর্মচারীদের দৈনিক ভাতা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে BCCI। সূত্রের খবর, একেবারে অনৈতিকভাবে বেশ কিছু কর্মী দীর্ঘদিন ধরে ভাতা বাড়ানোর চেষ্টা করছিলেন। আর সেই সব কারণকে সামনে রেখেই এবার অন্যায্য পদক্ষেপ দমনের উদ্দেশ্যে কঠোর হল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।

সংশোধিত হয়েছে নীতিমালা

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্মীদের ভাতা বাড়ানোর অন্যায্য দাবির মাঝেই বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে বোর্ড। জানা যাচ্ছে, বিভিন্ন বিভাগের কর্মীদের জন্য একটি নির্দিষ্ট ও স্পষ্ট নীতিমালা দিয়েছে BCCI।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বোর্ডের অন্দরে নানান বিতর্কের পর অবশেষে নীতিমালা সংশোধন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খোঁজ নিয়ে জানা গেল, মূলত কোনও টুর্নামেন্ট চলাকালীন আড়াল থেকে কাজ করা কর্মীদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা স্থির করেছে ভারতীয় ক্রিকেট।

কী বলা হয়েছে বোর্ডের নির্দেশিকায়?

ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মীদের জন্য যে সুনির্দিষ্ট নীতিমালা প্রকাশ্যে এনেছে, তাতে মূলত বলা হয়েছে, কর্মীদের স্বল্পমেয়াদি ভ্রমণ অর্থাৎ 4 দিনের ভ্রমণের ক্ষেত্রে 15,000 টাকা ও দীর্ঘদিনের ভ্রমণের ক্ষেত্রে 10,000 টাকা ভাতা বাবদ দেওয়া হয়ে থাকে।

গোটা বিষয়টি খোলসা করে বলতে গেলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন যে সব কর্মীরা দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেছেন তারা মূলত ভাতা বাবদ 10,000 টাকার হিসেব অনুযায়ী 7 লক্ষ টাকা পাবেন। যদিও অভিযোগ রয়েছে, সেইসব অর্থের বেশিরভাগটাই মেটায়নি বোর্ড কর্তারা।

অবশ্যই পড়ুন: ১৩ বছর বয়সে ১৩৪ বলে ৩২৭ রান! বৈভব সূর্যবংশীর থেকেও ভয়ঙ্কর ব্যাটারের খোঁজ পেল BCCI

কর্মীদের বকেয়া মেটাবে বোর্ড

আপাতত যা খবর, কর্মীদের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভ্রমণ বাবদ প্রাপ্য অর্থের বেশিরভাগটাই বকেয়া রয়েছে। তবে নতুন নীতিমালা অনুসারে, বোর্ড আশ্বাস দিয়েছে যে, খুব শীঘ্রই কর্মীদের সেই বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হবে।

বলা বাহুল্য, দেশের অন্দরে ভ্রমণের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা বিদেশ যাত্রার ক্ষেত্রে প্রতিদিনের হিসেবে 86,000 টাকা করে পাবেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এতদিন বোর্ডের স্বার্থে কোনও রকম ভ্রমণ না করে দপ্তরে বসে বসেই ভাতা দাবি করছিলেন বহু কর্মী, এবার সেই নিয়মই বন্ধ করবে BCCI।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join