‘এমন সংস্থার সাথে আর চুক্তি নয়’, Dream11 এর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করল BCCI

Published:

BCCI Dream11 board cuts ties with the company
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনলাইন মানি গেমিং বন্ধ করতে সংসদে বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত বৃহস্পতিবার তা পার্লামেন্টের উভয় কক্ষেই পাস হয়ে গিয়েছে। আর এর পরই অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল, 2025 নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল একাধিক অনলাইন গেমিং প্ল্যাটফর্ম।

প্রশ্ন উঠেছিল Dream11 এর সাথে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি নিয়েও। তবে অবশেষে কেন্দ্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্ম Dream11 এর সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করল BCCI। ইতিমধ্যেই সেকথা নিশ্চিত করেছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।

আর কোনও মানি গেমিং প্ল্যাটফর্মের সাথে চুক্তি করবে না বোর্ড

সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, অনলাইন গেমিং প্রোমোশন অ্যান্ড রেগুলেশন বিল, 2025 পাস হওয়ার পরই এবার Dream11 সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করল BCCI। এদিন বোর্ড সচিব এও বলেন যে, ভবিষ্যতে এই ধরণের সংস্থার সাথে আর কোনও চুক্তিতে জড়াবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। খুব শীঘ্রই সেই সংক্রান্ত বিষয়ও নিশ্চিত করা হবে।

অবশ্যই পড়ুন: পুকুর ঝাঁপ, কাদা মাখা অবস্থায় গ্রেফতার! ED-র সামনে বিরাট কেরামতি জীবনকৃষ্ণর

নতুন বিলে কী বলা হয়েছে?

সংসদে পাস হয়ে যাওয়া নতুন অনলাইন গেম অ্যান্ড রেগুলেশন বিল, 2025 এ স্পষ্ট জানানো হয়েছে, কোনও ব্যক্তি অনলাইন মানি গেমিংয়ের পরিষেবা প্রদান কিংবা অর্থের বিনিময়ে গেম খেলতে কাউকে প্ররোচিত করতে পারবেন না। এমনকি এমন কোনও বিজ্ঞাপনেও জড়িত থাকা যাবে না যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যক্তিদের অনলাইন মানি গেমিংয়ে উৎসাহিত করে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, 2023 সালের জুলাইয়ে অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্ম Dream11 এর সাথে 2026 সাল পর্যন্ত 44 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 358 কোটি টাকার চুক্তি হয় BCCI- এর। শুধু তাই নয়, আরও এক ফ্যান্টাসি স্পোর্টস সংস্থা অর্থাৎ My11Circle এর সাথেও মোটা অঙ্কের চুক্তি হয়েছিল বোর্ডের। সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেট দল এবং IPL স্পন্সারশিপের মাধ্যমে বোর্ডকে 1000 কোটি টাকা দেয় সংস্থাগুলি। তবে নতুন বিল পাস হয়ে যাওয়ার পর এই অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলি যে বাতিলের হাত থেকে নিস্তার পাবে না সে কথা বলাই যায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join