বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে চলছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। এই টুর্নামেন্ট শেষ হলেই বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে আসর জমাবে ভারত। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইসিসি মিনি ওয়ার্ল্ড কাপ শেষ হবে 9 মার্চ। আইসিসির এই যুদ্ধক্ষেত্র ছাড়ার পরই আসন্ন IPL মরসুমের (IPL 2025) জন্য নিজস্ব অস্ত্রে শান দেবেন ভারতীয়রা। এহেন আবহে চ্যাম্পিয়নস ট্রফির প্রাক্কালে IPL নিয়ে ফতোয়া জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
রাজ্য ক্রিকেট সংস্থা গুলিকে ফতোয়া পাঠালো BCCI
বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট নিয়ে অপেক্ষা কমছে সমর্থকদের। 9 মার্চ আইসিসির এই হাই ভোল্টেজ টুর্নামেন্ট শেষ হলেই 21 মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবার বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ IPL-এর আসন্ন মরসুমকে সামনে রেখে ভারতের যেসব ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচগুলি গড়ায় সেইসব মাঠের পিচ এবং আউটফিল্ডে জোরালো নজরদারি ও মাঠগুলিকে সঠিক অবস্থায় রাখার জন্য দেশের রাজ্য ক্রিকেট সংখ্যাগুলিকে ফতোয়া পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ফতোয়ায় ঠিক কী জানিয়েছে বোর্ড?
2025 IPL ম্যাচগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করতে ইমেল মারফত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেন্টার গুলিকে একটি করে ফতোয়া পাঠিয়েছে BCCI। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ফতোয়ায় জানানো হয়েছে, প্রধান পিচ এবং আউটফিল্ড শুধুমাত্র রঞ্জি ট্রফির নকআউট ম্যাচ খেলার জন্য ব্যবহার করা যাবে। এই মাঠগুলিতে যেহেতু IPL ম্যাচ আয়োজিত হবে তাই সেখানে কোনও ভাবেই স্থানীয় দলের ম্যাচ আয়োজন করা যাবে না। সেলিব্রেটি ক্রিকেট লিগ থেকে শুরু করে লেজেন্ডস লিগের মতো ঘরোয়া টুর্নামেন্টের জন্য মাঠগুলি একেবারেই ব্যবহার করা যাবে না। সেই সাথে IPL-এর প্র্যাক্টিসের জন্যও প্রধান পিচ ব্যবহার করার অনুমতি দেবে না রাজ্য।
বিভিন্ন স্টেডিয়ামে চলছে রঞ্জির নক আউট ম্যাচ
বেশকিছু রিপোর্ট মারফত খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড মূলত আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমের জন্য আউটফিল্ড ও পিচ সংরক্ষণ করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থা ও স্টেডিয়ামগুলিতে ফতোয়া জারি করেছে। বাদ যায়নি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সিএবিও। তবে বর্তমানে KKR-এর ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বাই বনাম হরিয়ানার রঞ্জি ট্রফি নকআউট ম্যাচ চলছে।
আরও পড়ুন: ভাঙবে উইনিং কম্বিনেশন! ফিরছেন 4 বিশ্বস্ত মুখ, শেষ ম্যাচে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?
একইভাবে পুনে থেকে শুরু করে রাজকোট ও নাগপুরেও চলছে রঞ্জি ট্রফির নক আউট পর্বের খেলা। তবে চাপ বেড়েছে মুম্বই ও কলকাতার মাঠ নিয়ে। কেননা, মুম্বইয়ের ওয়াংখেড়ে ও কলকাতার ইডেনে আলাদা প্র্যাকটিস গ্রাউন্ড নেই। কাজেই আসন্ন IPL সিজনের জন্য অনুশীলনের ক্ষেত্রে বাড়তি বেগ পেতে হতে পারে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ছেলেদের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |