মাত্র এক বছরে ৯,৭৪২ কোটি টাকা আয় BCCI-র, IPL থেকে কত?

Published on:

BCCI Income The Board earned Rs 9742 crore in the financial year 2023-24

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাধেই কি বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ IPL? আসলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্ম হতেই, আয়ের একটা বড় উৎস খুঁজে পেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বর্তমানে সেই ধারাই অব্যাহত রয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ থেকে প্রতিবছর বিরাট অঙ্কের লভ্যাংশ ঘরে তোলে BCCI। 2023-24 আর্থিক বছরেও সেই নিয়মের অন্যথা হয়নি। Storyboard18-এর রিপোর্ট অনুযায়ী, বোর্ডের আয়ের 59.10 শতাংশই আসে IPL থেকে।

আর সেই সূত্রেই, 2023-24 আর্থিক বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জমিয়ে এক লপ্তে 5,761 কোটি টাকা ঘরে তুলেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। হ্যাঁ, পরিমানটা সত্যিই চমকে দেওয়ার মতো।

IPL-ই BCCI-র আয়ের প্রধান উৎস

ওই রিপোর্ট দাবি করছে, 2023-24 আর্থিক বছরেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সোনার ডিম পাড়া হাঁস ছিল IPL। এই অর্থ বর্ষে, BCCI-র মোট রোজগার ছিল 9,742 কোটি টাকা। তবে সবচেয়ে অবাক করা বিষয়, এই মোট রোজগারের 59 শতাংশেরও বেশি অর্থাৎ 5,761 কোটি টাকা এসেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই। কাজেই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগই যে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের প্রধান উৎস তা আরও একবার প্রমাণিত।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অন্যান্য আয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়াও দেশের মাটিতে অনুষ্ঠিত অন্যান্য লিগ সহ আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার স্বত্ব ও বিভিন্ন স্পন্সর থেকে ভাল পরিমাণ আয় হয় বোর্ডের। রিপোর্ট অনুযায়ী, 2023-24 আর্থিক বছরে ভারতীয় দলের ম্যাচ থেকে বোর্ড আয় করেছিল 361 কোটি টাকা। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের তরফে 1042 কোটি টাকা পেয়েছিল বোর্ড।

অনেকেই হয়তো জানেন না, ভারতীয় দলের ম্যাচ থেকে শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সহ অন্যান্য লিগ, সম্প্রচার স্বত্ব ও স্পনসর থেকে হওয়া আয় ছাড়াও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের মোট স্থায়ী আমানতের পরিমাণ 30 হাজার কোটি টাকা। এই মুহূর্তে সেই মোট অর্থ থেকেও সুদ বাবদ প্রতিবছর 1 হাজার কোটি টাকা আয় করে BCCI।

অবশ্যই পড়ুন: রাশিয়ার পাশে ঠাঁয় দাঁড়িয়ে ভারত! তেল, গ্যাস কেনায় NATO-র নিষেধাজ্ঞা ওড়াল দিল্লি

প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের পরিমাণও। রিপোর্ট বলছে, বিগত বছরগুলিতে IPL থেকে BCCI-র বার্ষিক আয়ের পরিমাণ 10 শতাংশ থেকে 12 শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই বৃদ্ধি এখানেই আটকে থাকবে, তেমনটা একেবারেই নয়। বিশ্লেষকদের মতে, আগামী দিনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ভারতীয় ক্রিকেটের রোজগার লাফিয়ে বাড়বে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥