৬ ঘণ্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ, গম্ভীরের ২ সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ BCCI

Published:

gautam gambhir bcci jay shah
Follow

কলকাতাঃ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) আমলে একের পর এক লজ্জাজনক রেকর্ডের সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ, ১৮টি টেস্ট সিরিজে জয়ের ধারায় ইতি। ঘরের মাঠে প্রথমবার সিরিজ হাতছাড়া ইত্যাদি ইত্যাদি। এমনকি নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়াও কঠিন হয়ে উঠেছে টিম ইন্ডিয়ার কাছে। আর এবার এই নিয়ে বৈঠক করে ফেলল BCCI।

BCCI-র প্রশ্নের মুখে গৌতম গম্ভীর

গতকাল শুক্রবার ৬ ঘণ্টার ম্যারাথন বৈঠক করে বিসিসিআই। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় দলের হেড কোচ গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা, প্রধাননির্বাচন অজিত আগরকর। প্রাপ্ত খবর অনুযায়ী, ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও গৌতম গম্ভীরের ২টি সিদ্ধান্তে অখুশি বিসিসিআই। প্রথম সিদ্ধান্ত হল, বেঙ্গালুরুতে ঘূর্ণি পিচে হারের পরেও মুম্বইতে স্পিনিং পিচ করার নির্দেশ। দ্বিতীয়, দুটি টেস্টে হেরে সিরিজ হাতছাড়া করার পরেও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া।

কেন ৬ ঘণ্টার বৈঠক করল BCCI?

বিসিসিআইয়ের এক সিনিয়র সূত্র সংবাদসংস্থা PTI জানিয়েছেন যে, ভরাডুবির পর এমন ম্যারাথন  বৈঠক প্রত্যাশিত ছিল আগামী দিনে অস্ট্রেলিয়ায় কঠিন সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। তাঁর আগে BCCI এটাই নিশ্চিত করতে চায় যে, তাঁরা যেন সেখানে গিয়ে ছন্দে ফিরে আসে। বিসিসিআইয়ের এটাই জিজ্ঞাস্য যে, আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে কী ভাবছে টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাংক?

বর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে চর্চা

BCCI-র সিনিয়র সূত্র জানান যে, আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির কথা ভেবে সতর্কতামূলক ব্যবস্থার জন্যই হয়ত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু এই নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। এছাড়াও স্পিনিং পিচে ব্যর্থ হওয়ার পরেও মুম্বই টেস্টেও কেন একই পিচ করা হল, সেই সিদ্ধান্ত নিয়েও চর্চা হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join