বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হয়ে লজ্জা ঢাকতে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিল ভারতীয় দল। লক্ষ্য ছিল বর্ডার গাভাস্কার ট্রফি জয়। সেই মতো বুমরাহর নেতৃত্বে সিরিজের প্রথমেই শুভারম্ভ করে টিম ইন্ডিয়া। কিন্তু চালকের দায়িত্ব যখন জসপ্রীতের কাঁধ থেকে সরিয়ে রোহিতের কাঁধে উঠলো ঠিক তখনই ঘটল বিপত্তি। শর্মার দেখানো পথে হেটে অজিদের সামনে মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়া। যেই খরা সিডনি টেস্টে এসেও কাটিয়ে উঠতে পারেনি ভারত।
যার জেরে 1-3 ব্যবধানে সিরিজ হেরে লজ্জা নিয়ে অজিভূমি ছাড়তে হয়েছিল বিরাটদের। আর এই অপদস্ত সিরিজের পরই BCCI-এর লাল চোখ দেখতে হয়েছে জাতীয় দলের ছেলেদের। সদ্য পাওয়া এক রিপোর্ট মারফত খবর, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের পরাজয়কে সামনে রেখে রোহিত-বিরাট-বুমরাহসহ বাকিদের বড়সড় শাস্তি দিতে চলেছে BCCI। ক্রিকেটারদের ব্যর্থতাকে সামনে রেখে এবার তাঁদের বাড়তি সুবিধার সাপ্লাই লাইন কাটবে বোর্ড।
পারফরমেন্স খারাপ হলে কাটা যাবে বেতন!
শনিবার অস্ট্রেলিয়ায় 2 টেস্টের ব্যর্থ অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরকে বিশেষ বৈঠক ডাকে BCCI। আর সেখানেই অস্ট্রেলিয়ায় ভারতের পরাজয়ের কারণ প্রসঙ্গে জবাবদিহির পাশাপাশি রোহিত-গম্ভীরদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, এদিনই পারফরমেন্সের ওপর ভিত্তি করে খেলোয়াড়দের বেতন দেওয়ার প্রস্তাবও রাখা হয়। বলা হয়েছিল, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেই বাজে ফর্মে রয়েছেন।
আরও পড়ুনঃ সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের হাসপাতালে নিয়ে গেলে মিলবে ২৫০০০ টাকা, ঘোষণা নীতীন গড়করির
কাজেই বোর্ড এমন কোনও নিয়ম আনুক যাতে দলকে ভাল পারফরমেন্স উপহার দিতে না পারলে খেলোয়াড়দের প্রাপ্য বেতন থেকে জরিমানা বাবদ টাকা কাটা যাবে। এদিন বোর্ডের উদ্দেশ্যে পরামর্শ হিসেবে বলা হয়, যে খেলোয়াড় ছন্দে থাকবেন না তাঁর বেতন থেকে যেন টাকা কাটা যায়। আর এই পদক্ষেপের নেপথ্য কারণও এদিন বাতলে দিয়েছিলেন ভারতীয় বোর্ডের শুভাকাঙ্ক্ষীরা। জানানো হয়, মূলত ভারতীয় ক্রিকেটারদের দায়িত্ববোধ বাড়াতে এবং তাঁরা যাতে দলের প্রতি আরও বেশি কর্তব্যপরায়ণ হয়ে ওঠেন সেই কারণেই বেতন কাটার নিয়ম চালু করা উচিত।
পরিবার নিয়ে বিদেশ সফর করা যাবে না!
বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রের খবর, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের অপদস্ত সিরিজকে সামনে রেখে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ওপর আরও চাপ বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্র বলছে, খারাপ ফর্মের কারণে বেতন কাটার পাশাপাশি বন্ধ হতে পারে পরিবার নিয়ে দীর্ঘদিনের বিদেশ সফর। হ্যাঁ, সদ্য কানে আসা খবর বলছে, আন্তর্জাতিক টুর্নামেন্টের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারদের সফর যদি 45 দিনের হয় সেক্ষেত্রে খেলোয়াড়দের স্ত্রী সন্তান সহ পরিবারকে মাত্র 14 দিনের বিদেশ সফরের অনুমতি দেবে বোর্ড। তবে টুর্নামেন্টের সময়সীমা যদি কম হয় সেক্ষেত্রে সর্বনিম্ন 7 দিনের জন্য বিদেশ সফরের সময় পাবেন ভারতীয় ক্রিকেটারদের পারিবারিক সদস্যরা।
BCCI-র অন্যান্য বিধি নিষেধ
অজিদের বিরুদ্ধে পরাজিত হয়েই BCCI-এর কোপের মুখে পড়েছে টিম ইন্ডিয়ার ছেলেরা। জানা যাচ্ছে, বিদেশ সফরের ক্ষেত্রে বিশেষ শর্তাবলির পাশাপাশি খেলোয়াড়দের ওপর আরও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে বোর্ড। সূত্রের খবর, আসন্ন টুর্নামেন্ট থেকে ভারতীয় ক্রিকেটাররা শুধুমাত্র টিম ইন্ডিয়ার বাসে যাতায়াত করারই সুযোগ পাবেন। সেই সাথে বিদেশ সফরের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটারদের লাগেজের ওজন নির্ধারিত ওজনের থেকে বেশি হলে লাগেজ ফি বহন করবে না বোর্ড। বলা বাহুল্য, টিম ইন্ডিয়ার বাসে ক্রিকেটার, নির্বাচক এবং প্রধান কোচ ছাড়া অন্য কোনও ব্যক্তি যাতায়াত করতে পারবেন না। সেক্ষেত্রে গৌতম গম্ভীরের ব্যক্তিগত ব্যবস্থাপকের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।