বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 শুরু হওয়ার আগেই বড়সড় নিয়ম বাঁধল ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)। জানা যাচ্ছে, এবার থেকে IPL মরসুম চলাকালীন প্রয়োজনের ভিত্তিতে দলের অংশ নন এমন খেলোয়াড়কে মাঠে নামাতে পারবে IPL দলগুলির ম্যানেজমেন্ট। হ্যাঁ, বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, BCCI এমন এক নিয়ম এনেছে যেই ধারায় IPL অকশনে অন্তর্ভুক্ত কিন্তু অবিক্রিত এমন ক্রিকেটারকে পরিস্থিতির ভিত্তিতে দলে টানতে পারে 10 ফ্রাঞ্চাইজি। তবে সে ক্ষেত্রে মূলত অস্থায়ী ভিত্তিতে তাদের দলে নেওয়া যাবে।
IPL-এ নয়া নিয়ম?
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট মারফত খবর, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমের আগেই দলগুলিকে সুবিধা দিতে একটি নতুন নিয়ম জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রতিবেদন অনুযায়ী, রেজিস্টার্ড অ্যাভেইলেবল প্লেয়ার পুল নামক একটি তালিকা তৈরি করেছে BCCI। জানা যাচ্ছে, বোর্ডের এই নয়া তালিকা থেকে নিলামে অন্তর্ভুক্ত অর্থাৎ দাম পেয়েছেন কিন্তু দল পাননি এমন অবিক্রিত খেলোয়াড়কে পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে দলে নিতে পারবে IPL-এর দশ ফ্রাঞ্চাইজির সকলেই।
উইকেটকিপারের জন্য নিয়ম
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র মারফত খবর, IPL চলাকালীন যদি একটি দলের সমস্ত উইকেটরক্ষক চোটের কারণে মাঠের বাইরে থাকেন সেক্ষেত্রে BCCI-র RAPP তালিকা থেকে অস্থায়ী ভিত্তিতে একজন উইকেটরক্ষককে দলে নিতে পারবে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে চোটগ্রস্ত উইকেটরক্ষক দলে ফিরে এলে বদলি খেলোয়াড় বাইরে চলে যাবেন।
বলে রাখি, একটি IPL দলে যদি প্রত্যেক উইকেটরুক্ষক বিদেশি হন সেক্ষেত্রে তারা যদি প্রত্যেকেই আহত থাকেন তবে ভারতীয় বোর্ডের তালিকা থেকে একজন ভারতীয় উইকেটরক্ষককে দলে টানতে পারবে ফ্রাঞ্চাইজি।
আহত খেলোয়াড়ের ক্ষেত্রে নিয়ম
মরসুম শুরু হওয়ার আগে যদি দলের কোনও গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট পান সেক্ষেত্রে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন তালিকার অন্য আরেক খেলোয়াড়। তবে সে ক্ষেত্রে অবশ্যই ভারতীয় ক্রিকেট বোর্ড মনোনীত ডাক্তারের অনুমতি প্রয়োজন। নিয়ম বলছে, আহত খেলোয়াড় বাইরে চলে গেলে তিনি গোটা টুর্নামেন্টের একটি ম্যাচও খেলতে পারবেন না।
RAPP তালিকার নিয়ম
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, IPL চলাকালীন কোনও খেলোয়াড়ের চোট থাকলে তাঁর বদলি হিসেবে মাঠে নামা প্লেয়ারকে অবশ্যই RAPP তালিকাভুক্ত হতে হবে। সেই সাথে যদি কোনও IPL দল একজন RAPP বোলারকে নেট বলার হিসেবে ব্যবহার করে এবং সেই মুহূর্তে যদি অন্য কোনও দলের তাঁকে প্রয়োজন হয় সে ক্ষেত্রে সেই বোলারকে ছেড়ে দিতে হবে। ভারতীয় বোর্ড আরও জানিয়েছে, নিলামের আগে কোনও খেলোয়াড়কেই বদলি হিসেবে দলে নেওয়া যাবে না। বদলির আগে অবশ্যই বোর্ডের অনুমতি প্রয়োজন।
কোন পরিস্থিতিতে একজন খেলোয়াড়ের বদলি হিসেবে নেওয়া যায়?
ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী, যদি দলের কোনও খেলোয়াড়ের চোট থাকে অথবা তিনি যদি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন সে ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শের পরই ওই খেলোয়াড়ের বদলি হিসেবে কাউকে নেওয়া যায়। যদিও যাঁকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে সেই খেলোয়াড়ের চোট কতটা গুরুতর তা অবশ্যই BCCI মনোনীত চিকিৎসক দল যাচাই করে দেখবে।
অবশ্যই পড়ুন: অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ষড়যন্ত্র? ক্রিকেটের সবথেকে বড় উৎসব থেকে বাদ টিম ইন্ডিয়া!
বিরাট সুবিধা পেল দলগুলি?
BCCI কর্তৃক এই নয়া নিয়ম জারি করার পরই মুখের হাসি চওড়া হয়েছে IPL দলগুলির কর্তাদের। কেননা, বিগত মরসুমগুলিতে মূলত দলের ছেলেদের চোট ও অসুস্থতার কারণে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় KKR থেকে শুরু করে RCB, CSK, MI-এর মতো দলগুলিকে। এবার ভারতীয় বোর্ডের নতুন নিয়মের হাত ধরে কঠিন পরিস্থিতিতে বিকল্প খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ থাকায় দলগুলি যে বাড়তি সুবিধা পাবে একথা বলার অপেক্ষাই রাখে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |